![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
তাকে ভালোবাসা যায়।
তাকে ভালোবাসাও দায়।
বলতে পারা ভালোবাসি
এলোমেলো কথায়।
তাকে ছুইতে যে মন চায়।
জানি সেও তো অন্যায়।
বন্ধু ভেবে বাড়ানো সে হাত
অমনি কী ছোয়া যায়?
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ঠিক ধরেছেন। কবিতা টা ফানি হোয়ে গেছে। মন ভালো না মেজাজ খিটখিটে হোয়ে আছে। খিটখিটে ভাব কবিতায় চলে আসছে।
আপনিও ভালো থাকবেন।
১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: হাবিজাবি লাইন গুলা কেটে দিলাম।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তাকে ভালোবাসা যায়।
তাকে ভালোবাসাও দায়।
বলতে পারা ভালোবাসি
এলোমেলো কথায়।
তাকে ছুইতে যে মন চায়।
জানি সেও তো অন্যায়।
বন্ধু ভেবে বাড়ানো সে হাত
অমনি কী ছোয়া যায়?
----------------সুন্দর হয়েছে।
ধন্যবাদ। ভাল থাকবেন।
১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আরিশার জন্য ভালোবাসা ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
অপ্রচলিত বলেছেন: হুম, কবিতা মোটামুটি লাগলো।
তাকে ভালোবাসা যায়।
তাকে ভালোবাসাও দায়।
বলতে পারা ভালোবাসি
এলোমেলো কথায়।
তাকে ছুইতে যে মন চায়।
জানি সেও তো অন্যায়।
বন্ধু ভেবে বাড়ানো সে হাত
অমনি কী ছোয়া যায়?
শুরুটা খুব ভালো লাগলেও শেষের দিকে কেন যেন একটু অগোছালো মনে হল।
ভালো থাকবেন কবি।