নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

রুবাইয়াত নেওয়াজ

কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই

রুবাইয়াত নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

কথা রাখা না রাখা

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০



এই মেয়ে শোন।

তোমাকে কিছু শক্ত কথা শোনাই।

মনটা শক্ত কর। চোখ তুলে তাকাও।

তোমাকে মনের রাগ কিছুটা জানাই।

তুমি আমায় হাসতে নিষেধ করেছ

নিষেধ করেছ কাছে আসতে।

তোমাকে দেখতে নিষেধ করেছ

নিষেধ করেছ ভালোবাসতে।

সবই মেনে নিয়েছি। সবটুকু অন্যায়।

মনকে অবরোধ করে রেখেছি

শুধু তোমার জন্যই।

কিন্তু একী সেদিন সন্ধ্যায়

হঠাৎ তোমাকে দেখলাম।

সাথে সাথেই নিজেকে

আড়াল করে ফেল্লাম।

তবু তোমার দিকে একটু চাইতেই

মনে হল ঠোটে সেই হাসি নেই।

যে হাসির জন্য সাতটা সমূদ্র

এক হয়ে যেত।

পাঁচটা মহাদেশ মিলে

হয়ে যেত একটা গ্রাম।

আমি হতাম বিহবল -

সব কিছু ভুলে যেতাম।

ভেবেছিলাম খুব সুখে আছ।

আসলে কী নেই?

তুমি তো কথা দিয়েছিলে।

এ সব কিছুর বিনিময়ে -

আমার একটি কথাই রাখবে।

সারাটি জীবন শুধু-

তুমি হাসিমুখে থাকবে।

কী কথা বলছ না যে?

তাহলে কী সুখে নেই?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯

ডট কম ০০৯ বলেছেন: আরো পড়ুন আরো লিখুন।

ভাল থাকুন। :D

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: অবশ্যই। কবিতাটা ভালো লাগে নি না ? সরি! :)

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

ডট কম ০০৯ বলেছেন: কবিতা পড়ে মনে হল আপনি নতুন লিখেন। কিছু মনে করবেন না।
আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

:D

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ঠিক মনে হল। আমি আসলেই নতুন লিখি। আপনার লিখা পড়ছিলাম সুন্দর লিখা। ভালো থাকবেন কবি।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

রসায়ন বলেছেন: খুব সুন্দর :-)

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.