নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

রুবাইয়াত নেওয়াজ

কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই

রুবাইয়াত নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

কবি

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

এস কবি তোমাকে

শেখাই ভালোবাসার কবিতা লেখা।

প্রথমেই তুমি বুক ভরে নাও শ্বাস।

ফুসফুসের প্রতি কোণে

ভরে নাও বিশুদ্ধ বাতাস।

এবার চোখ বন্ধ কর। ভাব -

তার কথা। তার চোখ, কপাল হাসি, ঠোট নিয়ে।

ভাব তোমায় ভাবতে হবে।

লিখ শুরু কর তার চোখ নিয়ে,

ভাবত সে যখন চোখ মেলে তাকায়

চারপাশে কী আলো বেড়ে যায়?

লিখ প্রথম পঙতিমালা ঐ দিয়ে।

ভাব তার হাসি নিয়ে,

সে যখন প্রাণ খুলে হাসে

তার হাসির সুরের টানে

তোমার প্রাণও কি ভেসে যায়?

সেই ভেসে যাওয়া প্রাণের টানে

ভাসিয়ে দাও তোমার কলম।

লিখতে থাক অবিরাম

ভাবতে থাক তাকে নিয়ে।

থেম না তুমি, ঝড় হোক

ধুয়ে যাক জগৎ বাদলে প্লাবনে ।

তুমি থেম না। লিখতেই থাক।

কে কী ভাবল ভেব না।

শুধু লিখতে থাক।

পদ্য হোক কাব্য,

কাব্য হয়ে যাক মহাকাব্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

অদিব বলেছেন: ভালোবাসার কবিতাগুলোর সৃষ্টি ঠিক এই ভাবেই...

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: অদিব ভাই আমি যখন লিখি এভাবেই লিখি। অন্যেরা হয়তো আরও গভীর ভাবে ভাবে। ধন্যবাদ কবিতাটা পড়বার জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.