![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
দেবী তোমার মন খারাপ ?
দেখ তো আকাশ কেমন ম্লান তাই।
শীত যেন খুব বেশী লাগছে আজ!
হিম শৈত্য হাওয়াও যেন-
বয়ে গেল খুব কাছে।
দেবী তুমি হাসছ না যে।
তাই দেখ প্রজাপতিগুলো
নিস্প্রাণ ঘুরে বেড়াচ্ছে ।
এডাল থেকে ও ওডালে।
এ ফুল থেকে ও ফুলে।
দেবী তোমার চোখ ভেজা ?
দেখ তো তাই বন্যায়
ভেসে গেল সাহারা মরুভুমি।
বেদুইনেরা হল ঘর ছাড়া।
বাকা হল পথ সব
নাবিকেরা হল দিক হারা।
দেবী চোখ মোছতো।
হাসতো একটু খানি।
নাহলে বিধাতার অভিশাপে
এ পৃথিবী লন্ডভন্ড হবে।
সাথে আমিও।
জানি তুমি তা হতে দেবে না,
তোমার রূপের পুজারী আমি।
আমাকে হারতে দেবে না।
তুমি বলবে -
দেবের প্রেম ভুলে থাকা
আর দেবকে ভুলে যাওয়া
এক কথা নয় রে পাগল।
জানি আমি সে সব।
আভিধানিক কলরব।
তারপরও বলি তুমি হাস,
কেঁদে কেন ? হাসিমুখে
তোমার দেবকে ভালোবাস।
আমি দেখি তোমার সুখ
হয়ে থাকি মগ্ন তোমার রূপে।
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: কেন ?? বেশি খারাপ ?
২| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: কবিতাটা কেউ পড়ল না রে আফসোস।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬
মায়াবী ছায়া বলেছেন: এ কবিতা পড়ে দেবীর মন ভাল না হয়ে পারেই না
কবিতায় অনেক ভাল লাগা
ভাল থাকুন।।
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: নারে আপু দেবীর মন খুব কঠিন। মহাকাব্য লিখতে হবে তার মন পেতে হলে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭
স্বপ্নীল. বলেছেন: ঐ মিয়া এইডা কি লিখছেন!!!