![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
লজ্জা সেটা আবার কী?
কি হয় এই লজ্জা পেলে?
পাড়ার লোকে ভাববে কেন?
আমি মায়ের লাজুক ছেলে।
লজ্জা পেয়ে ঘরের কোণে
আমি যদি লুকিয়ে থাকি।
দেখাবো না নিজ প্রতিভা
এই বলে পিঠ বাকিয়ে রাখি।
প্রতিভাটাও নষ্ট হবে।
বৃদ্ধ কালে সিলিং ফ্যানে
তাকিয়ে থেকে কষ্ট হবে।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩
মায়াবী ছায়া বলেছেন: প্রতিভার প্রকাশ হোক
সুন্দর লিখেছেন
২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৭
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে সু স্বাগতম।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩
মায়াবী ছায়া বলেছেন: প্রতিভার হোক প্রকাশ হোক
সুন্দর লিখেছেন