![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
আমার মন আজ ক্ষত বিক্ষত।
যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাবহৃত
কামানের জং ধরা
অমসৃণ খাজ কাটা শেল এক
বিধে আছে বুকের পাজড়ে।
মন বিক্ষিপ্ত আজ ভয়ানক ক্ষোভে।
যেন সদ্য মুকুটহারা
বাংলার শেষ নবাব আমি।
তুমি ইংরেজ ফিরিন্গীর মত
কেড়ে নিয়েছ সিংহাসন আমার।
ঠেলে দিয়েছ গিলোটিনে
জল্লাদের কাছে।
তোমার কথার জন্যে।
ছোট্ট কিছু কঠিন কথার কারণে
নীড় হারা পাখির মত
দিশাহীণ আজ, উদাস আমি।
©somewhere in net ltd.