![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
দেবী,
জানি তুমি ব্যাস্ত খুব।
জড়িয়ে নানান
ব্যাস্ততায়।
সেই সকালে সূর্য ওঠে।
সারাদিন আকাশ ঘুরে,
ডোবে ঠিক সন্ধ্যা বেলায়।
তুমি এতটাই ব্যাস্ত;
জানি দেখা হয় না তার সাথেও।
চোখে কাজলও দেবার সময় -
তোমার নেই ।
নেই সময় ঐ মেঘ
চুলে খোপা বাধবার।
জানি আমি এর সব জানি।
তারপরও মনে হয়,
ইচ্ছে হয়, স্বপ্ন দেখি।
শত ব্যাস্ততার ফাকে,
হঠাৎ করে মুখ ফিরে
তাকিয়ে আমার চোখে,
তুমি হাসি মুখে বলছ -
এই ছেলে ভালো আছ তো?
চোখের নিচে এত কালি কেন?
রাতভর ঘুমাচ্ছো না বুঝি?
৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ বন্ধু।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: সহজ ও সাবলীল লেখনী।
৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ। আপনার নিকটা দারুণ।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩
আরিফুর রহমান বাবুল বলেছেন: খুব ভাল লাগলো, দুঃখিত ভাইজান, আমি আপনার লেখাটা কপি পেষ্ট করলাম।
৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: কপি করছেন ভালো পেষ্ট করছেন আরও ভালো। আমার নামটা দিয়েন লোকে চিনল।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল