নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

রুবাইয়াত নেওয়াজ

কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই

রুবাইয়াত নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

লজ্জা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

লজ্জা সে তো নারীর ভূষণ

ওরে পোড়া মন।

তুই কেন ভুল করিস সারাক্ষণ।

লজ্জা সে তো মানব গুণ রে

সে তো শুদ্ধ মানব গুন।

ওরে ভুলা মন।

তুই শুধু ভুল করিস সারাক্ষণ।

মায়ের কোলে দুধের ছেলে,

হাসি যে দেয় লজ্জা পেলে।

স্মামীর চোখে মমতা দেখে

লজ্জা পায় ঘরের লক্ষী যে।

প্রেমিক পতি জ্বরের ঘোরে

সেবিকা পত্নীরে জড়িয়ে ধরে।

শিশুকালের বায়না করে

জ্বর যেন আর বাড়ে না।

জ্বর কেটে যায় ঘোর যায় কেটে

লজ্জা শুধু ছাড়ে না।

শিষ্যের কাছে গুরু হেরে

লজ্জায় গরব যায় যে বেড়ে।

লজ্জা সে তো এমন গুন রে,

সবাই তারে বোঝে না।

বালিকারা নারি হলে,

শরীরটারে লুকিয়ে ফেলে।

নারিত্ব সে প্রকাশ করে,

লজ্জার আজব ভাষায় রে।

বাবা মায় বৃদ্ধ হলে

ছেলে মেয়েরে লজ্জা করে।

সে লজ্জা কষ্টে মাখা

সব সন্তান বোঝে না।

এত লজ্জা চারপাশেতে

তবু বলি পোড়া মন রে,

লজ্জা নারীর ভূষণ ভেবে।

তুই আর এ ভুল করিস না।

লজ্জা আছে সার্বজনীন

কারও মাঝেই হয় না বিলীন।

প্রকাশের উপায় শুধু

মানুষ মানুষ ভিন্ন যে।

ও ভুলা মনরে ও মন

তুই কী বুঝিস লজ্জা কেমন?

লজ্জা শুধু মানব গুনরে

পশুর মাঝে পাবি না।







----------------------------------------------------------------------------



গাড়ি চলে না গানটা মাথায় বাজতেছিল। কবিতায় তার ছায়া পাবেন।



----------------------------------------------------------------------------





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

এম এ কাশেম বলেছেন: নারীর ভূষন লজ্জায়
ফুল ফুটায় শয্যায়।

লজ্জা পেলাম কিন্তু।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: লজ্জা কবিতা লজ্জা দিল? নাকি অভাগার কবিতাটাই লজ্জা ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

এম এ কাশেম বলেছেন: কবিতা ঠিক আছে,

লজ্জার কথা শুনলে সবাই তো একটু লজ্জা পাই,
তাই না?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ঠিক ভাই লজ্জা শব্দটাই লজ্জার। আমার মনে আছে ছোটবেলায় গান শুনতাম আরতির মনে হয়। খেয়াল নাই। মরি মরি একি লজ্জা। এই গানটা শুনলেই লজ্জা লাগত।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: লজ্জা নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে । :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: সেলিম ভাই, ব্যাপক না হলেও কিছু হইছে।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন লিখেছেন। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.