নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

রুবাইয়াত নেওয়াজ

কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই

রুবাইয়াত নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

জাগরণের গান

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

তুমি এগিয়ে, তুমি জয়ী আজ

তুমি পাড়িও দিয়েছ মহাকাশ।

তুমি সুন্দর, তুমি শ্রেষ্ঠ

তুমি শীতের আকাশে বালিহাঁস।



তুমি হাজার পুরুষ পেছনে ফেলে যে

চড়েছ এভারেষ্ট শৃঙ্গে।

তবু ভেবে দেখ এই সমাজে তুমি

আলাদা রয়েছ লিঙ্গে।



তুমি পরাধীন তুমি দূর্বল

শিকল এখনও পায়ে যে।

মিথ্যে প্রচারণা স্বান্তনা সব।

পরগাছা তুমি সমাজে।



আছ ঘরেতে হয়ে বন্দি অনেকে

প্রতিপদে হয়ে অপমান।

সভ্য নগরের পথে ঘাটে আজও

তোমার আঁচলে পরে টান।



দেখ টিভিতে দেখ রাস্তায়

তুমি রয়েছ হয়ে যে পণ্য।

এই ফেয়ারনেস ক্রীমে

সাদা হবে ত্বক

তাতেই তুমি যে ধন্য।



তুমি জেগে ওঠো মেয়ে

চোখ খোল তুমি।

হাতে তুলে নাও হাতিয়ার।

দেখিয়ে দেবার সময় এখনই

পরাধীন আজ কে যে কার।





মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩

অরুদ্ধ সকাল বলেছেন:
বানান গুলো ঠিক করে নিলে পড়ে
সুন্দর কবিতা হয়ে যাবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ ভাই ছোট ভাই কে সাহায্য করেন। বানানে বরাবর কাঁচা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২০

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: অরুদ্ধ সকাল ভাই এখন কী আর কোন ভুল পাচ্ছেন ? পেলে বলবেন।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

মোঃ সাবিকুল ইসলাম (হৃদয়) বলেছেন: সুন্দর

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ভাই ধন্যবাদ। বানানে কিছু ভুল আছে মাফ চেয়ে নিলাম ঠিক করে দেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.