নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

রুবাইয়াত নেওয়াজ

কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই

রুবাইয়াত নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

রোগ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

হঠাৎ কেন এমন হল?

সুখ গুলোকে ফানুস ভেবে

কেউ যেন তা উড়িয়ে দিল।

তোমার মনের রঙ গুলো সব

আমায় কেন রাঙিয়ে দিল?



বেশ তো ছিলাম,রঙ তামাশায় রসিক হয়ে।

বেশ তো ছিলাম তোমার পথের পথিক হয়ে।



এখন কেন আমার মনের রোগ হয়েছ,

অনেক গুলো কষ্ট মাঝে,

তুমিও আবার যোগ হয়েছ।



পাগল আমি ছুটে পালাই।

অন্য সুখে হাতটা বাড়াই।

একটু সুখের ছন্দে সাধা,

একটু আদর ছোয়া মাখা,

অনেকখানি ভালোবাসায়

সিক্ত বিভোর মুখটা তেমন

হাজার মুখে খুজে বেড়াই।

খুজে বেড়াই জোছনা রাতে,

বৃষ্টি মেখে সন্ধ্যা বেলায়।

সকালবেলায় কাশের বনে,

লোকের ভীড়ে ভর দুপুরে ।

তবুও তোমায় পাইনা খুজে,

অন্য সুখে অন্য মুখে।

থাকতে ভুলে নেশায় ডুবি।

বন্য নেশার ঘোরেই দুলি



হঠাৎ কেন সুখগুলো মোর আসে ফিরে ?

হঠাৎ কেন মনটা তোমার হয় না এমন ?

















মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

বেলা শেষে বলেছেন: চমৎকার কবিতায় প্লাস।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ বেলা শেষে আমার কষ্টে লিখা কবিতাটা কষ্ট করে পড়ে কমেন্ট করবার জন্য। আপনাকেও প্লাস।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

এম এ কাশেম বলেছেন: কবিতার ছন্দে মুগ্ধ হলাম।

তবে শেষের ২ লাইন এভাবে হলে ছন্দ আর অর্থ আর ও সুন্দর হতো

হঠাৎ কেন সুখগুলো মোর আসে ফিরে ?
হঠাৎ কেন মনটা তোমার হয় না এমন ?

ভাল লাগে তো সম্পাদনা করে নিতে পারেন।
অনেক শুভাশীষ রু.....

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: কাশেম ভাই খুব পছন্দ হইছে। সম্পাদনা করে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.