![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
দেবী, আমার আকাশ ধুসর আজ,
ভালো লাগছে না কিছুই।
তুমি তো মনের কথা সব জান।
হয়তো বুঝবে কী নিদারুণ যন্ত্রণায়,
কী অসম্ভব কষ্টে আমি আছি।
সবচেয়ে আশ্চর্য এর কোন কারণ
খুজে পাচ্ছি না। নেই কোন নিয়ন্ত্রণ।
তুমি আমার মুখের কঠোরতায়
হয়তো কষ্ট পেয়েছ।
আমার হাসিটাও ফিরিয়ে দাও নি তাই।
জানি না কী ভাবছ কিন্তু জানি
যা ভাবছ এর সব ভুল।
আমার মন ছুটে আছে তোমার দিকে।
কী ভয়ানক তার গতি।
দেখলেও ভয় হয়। জানাতেও হয় সংকোচ।
আমি তাকে ছেড়ে দিলাম
ছাপা খাওয়া ঘুড়ির মত।
যতই উড়ুক জানি সে ছিড়বে,
মুখ থুবরে পরবে কনক্রীটের দেয়ালে।
আমাকে উড়তে দাও।
দেবী তুমি থাক, তুমি হাস।
বসন্তের সব ফুলের রঙ লাগুক তোমার মনে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। কাল একটা লিখছিলাম রোগ ভাবছিলাম আপনি কাশেম ভাই পড়বেন কিন্তু পড়েন নাই। সময় হলে পড়বেন।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক কথায় দারুন,,,,,,,,,,মুগ্ধ আমি
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ। লাইলী আপা। কাল একটা লিখছি রোগ নামে। ঐ টা ভালো না এইটা?
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭
এম এ কাশেম বলেছেন: "দেবী তুমি থাক, তুমি হাস।
বসন্তের সব ফুলের রঙ লাগুক তোমার মনে।"
চমৎকার কবি............
অনেক ভাল লাগা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: কাশেম ভাই আপনারা না পড়া পর্যন্ত আমার কবিতাই সম্পুর্ণ হয় না। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আমাকে উড়তে দাও।
দেবী তুমি থাক, তুমি হাস।
বসন্তের সব ফুলের রঙ লাগুক তোমার মনে।
দারুণ বলেছেন।