নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

রুবাইয়াত নেওয়াজ

কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই

রুবাইয়াত নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

তুমি যখন দাড়িয়ে থাক,

অপেক্ষা কর বেলকনিতে,

অথবা মার্কেটের সিড়িতে দাড়িয়ে

পথে লোকের ভীড়ে আমায় খোজ।

অথবা হয়ত জ্যামে রিক্সায় একা বসে

অবাক নয়নে আমাকে দেখ

ট্রাফিক কন্ট্রোলারের বেশে হাত পা নাড়তে,

তোমার ঐ মুহুর্তের সেই তুমিকে বলছি।

বেলকনির সে উদাস নয়ন কে বলছি,

মার্কেটের সিড়ির সে উৎকন্ঠাকে বলছি,

ট্রাফিক জ্যামের সে ভালোবাসাময় চোখ দুটাকে বলছি।

হঠাৎ করে চমকে যাওয়া হৃদয়টাকে বলছি।

ভালোবাসি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০

এম এ কাশেম বলেছেন: ইশারা ইঙ্গিতে আর কত দিন চলবে রু
এবার একটু সাহস করো
দু'টো ফুল নিয়ে হাতে
তাহার সামনে গিয়ে দাড়াও
একবার হাত দু'টো ধরে বলো -
" এই অধম ডুবে আছি ওগো
তোমার প্রেম যমুনার জলে"।


কবিতা চমৎকার।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: হাহাহা ধন্যবাদ কাশেম ভাই। বলব একদিন সময় করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.