নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

রুবাইয়াত নেওয়াজ

কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই

রুবাইয়াত নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

লেবাস

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২২

যতটা ভালোবাসা আছে

তারও অনেক বেশী আছে প্রকাশ।

যতটা নেই দেখাও তারও অনেক বেশী,

আসলের চেয়ে অনেক বেশী নকলটাকে।

ঘৃণাটাও ঠিক উল্টা,

যা আছে দেখাচ্ছ বিপরীত।

হেসে হেসে কথা বল শত্রুর সাথে,

সুযোগে ছুড়ি বসাও পিঠে,

শত্রু মিত্র যেই হোক।

তুমি বড় আজব প্রানী,

এই কাঁদছ কষ্টে। বেদনায় ফেটে যাচ্ছে বুক,

অথচ ঐ তো স্বজনের শব পাশে রেখেই

আবার হাসছও বেশ,

মুখের ওপর উড়তে থাকা মাছিটাও

সরিয়ে দিচ্ছ না। ব্যাস্ত যে খুব,

অফিসের তাকে নিয়ে ছোটাচ্ছ খিস্তি।

লাল নীল নানা রঙের খিস্তি।

হাসি মুখে গিলছ গেলাচ্ছ,

নাহ মদ না ওটা খারাপ কিছু না আমার কাছে,

গেলাচ্ছ হিংসা, ভাইয়ের মাংস, বোনের রক্ত।

নিজেও গিলছ বেশ, আহ কী সুখ।

তারপরও তুমিও তো মানুষ,

মাঝে মাঝেই তাই উদাস তুমি,

ভালো লাগে না আর চারপাশ।

ভালো লাগে না তোমার তোমাকে,

নতুনে গড় নিজেকে,

আবার নিজেকে সাজাও লেবাসে

যেটায় মানায়, মনটা রাঙায়,

আবার নতুন করে,

নতুন ভাবে শুরু কর অভিনয়।

নিজে বড় হতে না পার ছোট কর অপরকে,

আর ভেবে সুখ পাও আহ! আমি কত উচুতে।

উড়তে থাক ভাসতে থাক,

মিথ্যে সুখ কুড়তে থাক।

আবার লেবাসে কালি লাগে ,

রক্ত লাগে, থুথু লাগে।

তুমি আবার উদাস হও,

আবার সাজ নতুন করে।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.