![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
ভেবেছিলাম তোমার আমার মনের
মাঝে ব্যাবধান এক স্বচ্ছ জানালার।
মনে হত ওতে চোখ মেলে তাকালেই
আমি দেখতে পারি, বুঝতে পারি,
তোমার মনে সুখ বসন্তের ফুল ফুটেছে,
অথবা আষাঢ়ের কালো মেঘের মত
দু:খ কষ্ট জমে আছে, প্রবল বর্ষণের অপেক্ষায়।
কিংবা বৈশাখী ঝড়ের মত কোন আবেগ,
তাকে গ্রাস করে আছে, দুমড়ে মুচরে দিচ্ছে একেবারে।
অথচ অবাক ব্যাপার কী জান ?
এই যে এত সব ভাবনা! কল্পনা, জল্পনা!
এসব একান্তই আমার ছিল। মনে হয়
অন্য ভুল গুলোর মতই এও এক তীব্র ভুল ছিল।
তোমার আমার মনের মাঝে আসলে আছে
মহাশুন্য, মহাকাশ অথবা এক অনন্ত মহাকাল।
তোমার মন যদি দুকূল ছাপানো নদীর মত হয়
আমার মন তাহলে দিগন্তবিহীন নীল আকাশের মত।
এভাবেই থাকুক, ব্যাবধান বাড়ুক ।
হারিয়ে যাও তুমি, অথবা আমি পালিয়ে বেড়াই।
২| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
উচ্ছ্বাস তৌসিফ বলেছেন: ইশ, এসব ভুল আমাকেও ছেয়ে ফেলছে।
কেমন লাগছে, কী বলবো?
আহ!
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: কী বলবেন ভুল তো মানুষই করে, অন্য কোন প্রানী করতে পারে না
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।