নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

রুবাইয়াত নেওয়াজ

কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই

রুবাইয়াত নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

চিঠি

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪

প্রিয় জরী,



তোমাকে আমার খোলা চিঠি। পাঠিয়ে দিলাম হাওয়ার ডানায়, তোমার মনের ঠিকানায়।

সেখানে তোমার যে ঘর, তার খোলা জানালায়। ওতে চোখ বুলালেই আমার নীল খাপ চিঠিটা পাবে। হাসছ বুঝি, ভাবছ চিঠি ?? এখন কেউ দেয় নাকি? এই জামানায়? তাও আবার মনের জানালায়?



হ্যা দেয়, আমি দেই। কিছু কথা বাস্তবিক কন্ঠে না হয়ে, লিখার ছন্দে হলে ভালো হয়। মনের মত বলা যায়, তুমিও আমার সবচেয়ে সুন্দর মুখটি ভেবে, সে কথা পড়তে পার। কথা বলার সময়, হাসি মুখে আমার হাতটা ধরতে পার।



আজ কী নিয়ে ভাবছি বল? তোমাকে নিয়ে। ভাবছ কাজ নেই না? তোমাকে ভাবছি, চিঠি লিখছি।কাজ আজ তেমন নেই, তাই চিঠিটা লিখতে পারলাম। কিন্তু তোমাকে তো ভাবি,

সব সময় সব কিছুতেই, তাতে কাজের সাথে কিছু যায় আসে না।



অনেক কথা হল, কিন্তু দেখ যা নিয়ে লিখব তাই বলা হল না। তোমার সাথে সবসময় এমন হয়, আমি কথার ভীরে হারিয়ে যাই। রাতে ঘুমানোর ঠিক আগে মনে পরে, এই যা, আসল কথাটাই বলা হল না। ভুরু কুচকে যাচ্ছে তোমার, ভাবছ উফফ এত কথা?

এত তোরজোর?



আসল কথা বলি, আমি চাই তোমাকে মুগ্ধ করে রাখতে। তোমার মুগ্ধতার চোখটা দেখতে। যেভাবে সম্ভব, যেকোন উপায়ে। আর তোমার হাসি, খুশি আর একটু ভালোবাসা। যদি পারও দিও, নিতে হলে নিও।



এই তো, এখন আসি।



আর শেষ কথাটি বেলা শেষে। ভালোবাসি।ভালোবাসি। ভালোবাসি।



>>>>>>আমি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৬

জ্ঞান িপপাসু মুনতািসর বলেছেন: অসাধারন.............................। অশেষ ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.