![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
আচ্ছা তুমি এভাবে তাকাও কেন বলতো?
কেউ কী কখনও বলেছে?
এভাবে তাকালে তোমাকে ভালো লাগে?
নাকি তুমি নিজেই খুজে খুজে,
অনেকবার নিজেকে দেখে বুঝে গিয়েছ,
এমন করে তাকালে তোমাকে
ঠিক পার্থীব লাগে না!
অথবা মর্তের মানবী লাগে না!
দেবতারা স্বর্গ ভুলে ছুটে চলে আসে!
অথচ আমি যা জানি,
কেউ তা তোমাকে বলে নি
আর তুমিও জানো না,
তোমার এভাবে তাকানোয়,
চাঁদ পৃথিবীর এত কাছে এসে পরে যে
সমূদ্রের পানি বেড়ে যায় ঠিক বাইশ ইঞ্চি।
ডলফিনেরা সাতরে বেড়ায় মহানন্দে,
নাবিকেরা হঠাৎ পথ ভুলে যায়,
পৃথিবী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পরে নিজ কক্ষপথে।
বালুময় মরুভুমি হয়ে ওঠে উত্তাল নদী পথ।
যেখানে কখন্ও বৃষ্টি হয় নি, মেঘ জমে নি,
এমন খটখটে শুকনো দেশ বর্ষণে হয় প্লাবিত।
মৃত কবিদের আত্মা খোদার দরবারে ফরিয়াদ করে,
একটিবার আর শুধু একটি কবিতা লিখতে দেবার।
লাল হয়ে যায় নীল আর নীল হয়ে যায় বেগুনী।
আর আমার ? তেমন কিছু হয় না,
বুকের ধুকধুক শব্দ কিছু সময় বন্ধ থাকে শুধু।
তারপর সব ঠিক হয়ে যায়,
আর হ্যা! চোখে কিছু একটা হয় বুঝি।
বন্ধ করলেই শুধু তোমাকে দেখি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ আপু।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭
শায়মা বলেছেন:
সুন্দর লেখা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ শায়মা।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮
নবণীতা বলেছেন: অনেক ভালো লিখেছো, ভাইয়া অনেক অনেক ভালোবাসা রইল।