![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
হ্যা মাঝে মাঝে তোমাকেই ভাবি,
যখন মনে মেঘ জমে ঝড় হয়ে যায়,
বাসা বাঁধে অচেনা অজানা সংশয়,
সেসময় মাঝে মাঝেই
তোমাকে খুজে বেড়াই ।
ধর, আজ বৃষ্টি হল,
অথবা হতে গিয়েও হল না,
বা একটু হয়েই থেমে গেলো।
আবার হবে ? হবে না?
ছাতা নেই সাথে।
ভিজে যাব?এতগুলো ফাইল হাতে?
সে অনিশ্চয়তা মাঝে তোমাকে ভাবি।
আবার যখন রাতের
শেষ সীগারেটটাও শেষ।
অথচ রাত পুরোতে
অনেকটা রাতই বাকি।
দোকানীরা জমা খরচ হিসাব শেষে,
দোকানের ঝাপি নামিয়ে ঘুম।
সারা শহরে, কোন টঙ খোলা নেই।
আর খোলা থাকলেও আমার জানা নেই।
বুকফেটে যাচ্ছে ধোঁয়ার তৃষ্ণায়।
সে দুঃসময়ে আমি তোমাকে ভাবি।
ধর আমার মন খারাপ,
খুব খারাপ, বিষন্ন একদম।
নিজেকে সহ চারপাশকে অসহ্য লাগছে,
হয়তো মনে হচ্ছে সমস্ত সৃষ্টি জগত
আমাকে উপহাস করছে।
কোলাহল মাঝে আমি একদম চুপচাপ।
সব কিছু থেকে দূরে, অনেক দূরে।
তখন তোমাকে ভাবি।
এমনও আরও হাজার কোটি
সব অসহায় সময়ে,
যখন সব আশা মিলেছে হতাশায়,
আমার বলার কিছু নেই আর তখন-
করার কিছু নেই -
আমি শুধু তোমাকে ভাবি।
০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩০
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ভালো আছি ভাই, আপনি কেমন আছেন।
২| ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৬
নকি৬৯ বলেছেন: মনের কথারে ভাই, একদম মনের কথা.....................
০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৬
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: মনের কথা তো বাইরে চলে আসলরে ভাই।
৩| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫
মাটিরময়না বলেছেন: ুন্দর লিখেছেন -- শব্দ দিয়ে নিজের আবেগকে জমা করা সহজ কাজ নয়।
বেঁচে থাকুক ভাবাভাবির খেলা- বেঁচে থাকুক ভালোবাসা।
শুভেচ্ছা রইলো কবির জন্য।
০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৪
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ মাটির ময়না।
৪| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল। অনুভূতির সহজ প্রকাশ কিন্তু বেশ তীব্র।
০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ রাজপুত্র।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৫
মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ খুব ভাল
তুমি শব্দটা আসলে অনেক কিছুর উপশম করে।
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: তাই কিভাবে?
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৭
এম এ কাশেম বলেছেন: ভাব,
এই বয়সটাই যে ভাবার
ভাবতে ভাবতে একদিন কেউ এসে
ভাবনায় ভাবের বাঁধ দেবে।
কেমেন আছো রু ?
অনেক দিন পরে পেলাম
শুভেচ্ছা।