নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

রুবাইয়াত নেওয়াজ

কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই

রুবাইয়াত নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

নিবেদন

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৭

জনম নিলাম খোদার আদেশে,

জানি মরণেও হবে তাই।

শেষদিনে শেষে যমদূত হেসে,

বলবে, "বেলা শেষ চল যাই।"



এ দুয়ের মাঝে সময় যতটা

তাইতো জীবন জানি।

ছোট এ জীবনে ভালোবাসা কত,

প্রেম, ঘৃণা, হানাহানি।

তারই মাঝেতে শৈশব আসে,

যৌবন আসে কারো,

কেউ কেউ ঠিক বৃদ্ধও হয়,

আবার কিছুই আসে না কারো।



ছোট এ জীবন সাগরফেনা,

বা তার চেয়ে ক্ষণস্থায়ী।

এ জীবন মাঝে তোরে খুজে পাওয়া,

প্রেম তরী ময়াময়ী।

কখনও করিস বিস্তৃত মোরে,

কখনও করিস হীন,

কারও জীবনে আলো হয়ে যাস,

কারও বা আঁধার দিন।



প্রেমের সে তরী,

ভাসায়ে চলি,

জীবনের শেষ অবধি।

খুজিয়া মরি,

তার কথা বলি,

অচেনা মাঝিরে ধরি।



কখনও সে মাঝি হেসে কথা কয়,

কখনও বা ফিরে চায়,

কখনও আমার তরীতে এসে বসে,

কখনও সাধে তার নায়।



ও মাঝি শোন এইটুকু ক্ষণ,

এইটু্কুতেই নাই,

প্রেমিকের মনে, ক্ষণিক এ জীবনে,

তোরে শুধু তোরে চাই।



ও মাঝি তুই থাকিস মনেতে,

ধরে প্রেম তরী হল।

তোরই সাথে আমি মিলে মিশে রচি,

অমর মহাকাল।

আমারেই তুই ঠাঁই দে বুকেতে,

লুকিয়ে বুকেতে রাখ।

ক্ষণিক পলকও বাঁচতে সে বুকে,

জীবন যদি যায় যাক।



রাখবি আমাকে?

বুকের মাঝেতে?

একটু আদর দিয়ে।

তোরে নিয়ে যাব?

আরশি নগর,

বসিয়ে আমার নায়ে।

আরশি নগরে দখিনা বাতাসে,

ছোট্ট কুড়ে ঘরে,

তোরে নিয়ে বাঁধা গান গুলো সব,

শোনাবো তোর হাত ধরে।

রাতের বেলা তুই ঘুমিয়ে গেলে,

মাথায় বুলাবো হাত।

ঘুমন্ত সে মুখে তাকিয়ে কাটাবো,

অপলক সারা রাত।



স্বপনেও তুই একা হয়ে গেলে,

স্বপনেই ঊদয় হব।

তুই যদি আমার সব হয়ে যাস,

আমি তোর সব হব।



ছোট এ জীবন, ক্ষণিকের ক্ষণ।

তারই মাঝে তোরে চাই,

এই চাওয়া বাদে তোর কাছে মোর,

আর কোন চাওয়া নাই।













মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.