নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

রুবাইয়াত নেওয়াজ

কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই

রুবাইয়াত নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

নভেম্বর রেইন (গানস এন্ড রোজেস)

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৪:০২

When I look into your eyes
যখন তোমার চোখের দিকে তাকাই,
I can see a love restrained
আমি দেখতে পাই একটা বর্ণহীন ভালোবাসা।
But darlin' when I hold you
কিন্তু প্রিয়া যখন তোমায় আমি স্পর্শ করি,
Don't you know I feel the same
তুমি কী বুঝতে পারও না? আমার মনেও যে ভালোবাসা বর্ণহীন।
'Cause nothin' lasts forever
কেননা কোন কিছুই তো চিরস্থায়ী নয়, এমন কী ভালোবাসাও।
And we both know hearts can change
আর আমরা দুজনেই তো জানি যে মনেরও পরিবর্তন হয়,
And it's hard to hold a candle
আর এ অবস্থায় আশার আলো ধরে রাখা আসলেই খুব কঠিন
In the cold November rain
বিশেষ করে নভেম্বরের বৃষ্টির মত এমন ঠান্ডা সম্পর্কে তো আরও অনেক।
We've been through this such a long long time
আমরা এমন শীতল সম্পর্কের মাঝ দিয়ে অনেক অনেক সময় কাটিয়েছি
Just tryin' to kill the pain
শুধু মাত্র কষ্টটাকে মুছে ফেলার জন্যে, দূর করে দেবার জন্যে।
But lovers always come and lovers always go
কিন্তু জানোই তো ভালোবাসার মানুষ সবসময়ই জীবনে আসে আবার চলেও যায়
An no one's really sure who's lettin' go today
আর আসলে দুজনার কেউই বলতেও পারে না ঠিক কার কারণে সম্পর্কটা টেকে না,
Walking away
চলে যায়, এভাবে নষ্ট হয়ে যায়।
If we could take the time to lay it on the line
তবুও যদি আমরা একটু সময় পেতাম এটাকে ঠিক করে ফেলার,
I could rest my head
আমি যদি সত্যিই ভাবতে পারতাম
Just knowin' that you were mine
বিশ্বাস করতে পারতাম তুমি আর কারোও নও শুধু আমার,
All mine
সবসময়, সবটুকু।
So if you want to love me
তাই যদি আমাক ভালোবাসতেই চাও
then darlin' don't refrain
তাহলে এত বর্ণহীন ভালোবাসার প্রকাশ করো না।
Or I'll just end up walkin'
নতুবা হাটতে হাটতে একসময়,
In the cold November rain
নভেম্বরের এই ঠান্ডা বৃষ্টির মত সম্পর্কের শেষে এসে পৌছুব।

Do you need some time...on your own
তুমি কী তোমার জন্যে কিছু সময় চাও ?শুধু তোমার ?
Do you need some time...all alone
তুমি কী তোমার জন্যে কিছু সময় চাও ? একদম একা?
Everybody needs some time...on their own
সবাই কিছু সময় চায়, শুধু নিজেদের।
Don't you know you need some time...all alone
সবাই কিছু সময় চায়, একদম একা থাকার।

Sometimes I need some time...on my own
মাঝে মাঝে আমিও কিছু সময় চাই শুধু আমার।
Sometimes I need some time...all alone
মাঝে মাঝে আমিও কিছু সময় চাই একা থাকার।
Everybody needs some time...on their own
সবাই কিছু সময় চায়, শুধু নিজেদের।
Don't you know you need some time...all alone
সবাই কিছু সময় চায়, একদম একা থাকার।

And when your fears subside
এবং যখন তোমার ভয় কেটে যাবে, সন্দেহ ভেঙে যাবে,
And shadows still remain, ohhh yeahhh
কিন্তু কষ্টের ছায়া মিলাবে না থাকবে,
I know that you can love me
আমি জানি তুমি আমাকে ভালোবাসতে পারবে
When there's no one left to blame
যখন আর কাউকে তুমি দোষারোপ করতে পারবে না।
So never mind the darkness
তাই এই অন্ধকারের তুমি ধার ধেরো না।
We still can find a way
দেখ আমরা ঠিক সব ঠিক করে দেব,
'Cause nothin' lasts forever
কারণ কোন কিছুই চি্রস্থায়ী নয়,
Even cold November rain
এমন কী এই শীতল নভেম্বরের বৃষ্টির মত সম্পর্কও।

Don't ya think that you need somebody
তোমার কী মনে হয় না? তোমার কাউকে প্রয়োজন ?
Don't ya think that you need someone
তোমার কী মনে হয় না? তোমার একজন প্রয়োজন?
Everybody needs somebody
সবারই একজন না একজন বন্ধু প্রয়োজন।
You're not the only one
তুমি শুধু একা নও,
You're not the only one
তুমি শুধু একমাত্র নও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.