![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
দেবী, আজ কালো দিঘী জলে,
তোমার প্রতিচ্ছবি দেখছিলাম।
অনেক অনেক দিন পর,
আবার তোমাকে দেখছিলাম।
তোমার হাতে ছিল সাঁঝ প্রদীপ।
সে প্রদীপের আলোয় রাঙা,
তোমার নীল মুখখানি দেখছিলাম।
তুমি তো জানোই লুকিয়ে থাকা,
বা আড়ালে মুখ ঢেকে রাখা
আমার স্বভাবে নেই।
আমি মুক্ত। আমি স্বাধীন।
আমার প্রেম শ্বাশ্বত।
আমার ভালোবাসা উন্মুক্ত, উদার ও ব্যাক্ত।
দিঘীর জলে তোমায় দেখছি আমি,
হাওয়ার ডানার ভরে তোমার ঠিকানায়,
তোমাকে জানিয়ে দিলাম তা।
কিন্তু তখনই তুমি স্বলজ্জে, ঘৃণা বা অভিমানে
সে সন্ধ্যা প্রদীপ নিভিয়ে দিলে।
নিভে যাওয়া সে দ্বীপ তবু পারেনি,
তোমায় আঁধারে ঢাকতে।
হয়তো এতটুকু পারে নি,
তোমার ছায়াটাকেও ম্লান করতে।
আমার মনে হচ্ছিল,
যেন জোছনার নীল আলো,
ঠিক ঠিক তোমার মুখে এসে পরেছে।
তোমার ছায়া তখনও ছিল যেন সুস্পষ্ট।
হয়তো আমি দিঘীতে তাকালেই,
তোমার মায়াকাড়া মুখ খানি,
ঠিক ঠিক দেখতে পেতাম।
কিন্তু আমি আর তাকে দেখিনি,
তোমার ক্ষুদ্র সে প্রদীপ নেভানো প্রতিবাদকে,
আমি মাথা পেতে নিয়েছি।
নিজেকে আড়াল করে ফেলেছি,
আলো থেকে,
তোমার প্রতিচ্ছায়া থেকে,
দিঘীর সে জল থেকে আর তোমার থেকে।
কিন্তু আমার মনের দিঘীতে ভেসে থাকা,
তোমার অম্লান সগৌরব প্রতিচ্ছবি,
আমি মুছে যেতে দেই নি। কখনও দেব না।
দেবী, আজ কালো দিঘী জলে,
তোমার প্রতিচ্ছবি দেখছিলাম।
অনেক অনেক দিন পর,
আবার তোমাকে দেখছিলাম।
২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৩
সোজা কথা বলেছেন: বেদনা মধুর কাব্য। ভাল লেগেছে।