![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
মন খারাপ করা বৃষ্টি,
হারানো মানুষকে মনে করা বৃষ্টি,
পুড়ে যাওয়া অতিতের ক্ষতময় স্মৃতিমাখা বৃষ্টি।
সব ছেড়ে ছুটে পালিয়ে যাবার বৃষ্টি,
কোথাও হারিয়ে যাবার অবিরাম বৃষ্টি।
কষ্টে ঘেরা, চোখের, মনের, বুকের শূন্যতাময়,
বিষাদমাখা ঝরো ঝরো মুখর হতাশাদিনের বৃষ্টি।
২| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৩
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: সকল দু:খীর কান্না ঝরে।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৭
আল ইমরান বলেছেন: বৃষ্টি তুমি কার কান্না হয়ে ঝরো,
আকাশের না অন্য কারো?