নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।

কাল্পনিক আমি

আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।

কাল্পনিক আমি › বিস্তারিত পোস্টঃ

একটা সত্যিকার অপ্রকাশিত প্রেমের গল্প....................

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৯

আমি কোচিং করার সময় একটা মেয়ের সাথে পরিচয় হয়। পরে আস্তে আস্তে তাকে কেন যেন আমার ভালো লাগে। পরে একটা সময় আমি জানতে পারি মেয়েটার একটা বয়ফ্রেন্ড আছে। কিন্তু তাদের মধ্যে সব সময় একটা একটা সমস্যা লেগে থাকতো। আর আমি মেয়েটার পরে এতো ভালো একটা বন্ধু হলাম, যে তার বয়ফ্রেন্ড এর সাথে কোন ধরনের সমস্যা হলে সেটা সমাধান করার জন্য আমাকে যেতে হতো।

একবার মেয়েটার বয়ফ্রেন্ড এর সাথে তার তুমুল আকারে একটা সমস্যা হলো। এই সুযোগে আমি মনে করলাম আমি মেয়েটাকে প্রপোজ করি। যেই ভাবা সেই কাজ। পরদিন আমি মেয়েটার সাথে কথা বলে, আমরা একটা জায়গায় গেলাম, এবং আমি তাকে বললাম আগামী পরশু দিন আমি তাকে প্রপোজ করবো। আর তখনই মেয়েটা হাসতে শুরু করলো এবং বলল “হ্যা বললে কিন্তু তুই আর আমাকে আটকাতে পারবি না”।

তারপর আমরা সেখানে আরো কিছুক্ষন সময় অতিবাহিত করি। সন্ধ্যা বেলার দিকে মেয়েটার ৮ নম্বরের একটা বাসায় যেতে। কারণ সেখানে তার বয়ফ্রেন্ড এর অবস্থা নাকি অনেকটাই খারাপ। পরে আমি আর মেয়েটা সেখানে গেলাম, সেখানে গিয়ে মেয়েটার বয়ফ্রেন্ড কে নিয়ে আমরা সিএনজি তে উঠবো এমন সময় ওখান কার এক বড় ভাই তিনি মেয়েটাকে বলল তুমি তো…………………..

“জীবনে ভাত-ডাল আর বিরিয়ানীর” তফাৎটা বুঝতে শেখো। প্রথমেরটা Necessity আর পরের টা Luxury।

পরে আমরা তাকে তার বাসায় নিয়ে এলাম। পরে তাদের মধ্যে প্রেমের যে main chemistry দেখলাম সেটা দেখে আমি তাদের বাসা থেকে চলে আসতে গেলে,…………. মেয়েটা আমার হাত ধরলে আমি বলি, “পরশুর প্রোপোজাল টা আপাতাত Postponed। আবার বছর কুড়ি পরে যদি single থাকিস আবার ট্রাই করবো।”

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

রেজা এম বলেছেন: হুম।

০৫ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৩৪

কাল্পনিক আমি বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.