নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।

কাল্পনিক আমি

আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।

কাল্পনিক আমি › বিস্তারিত পোস্টঃ

নিশা, তুই আসলেই একটা কুত্তি

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

পকেট ফাঁকা হয়ে গেছে মাসের শুরুতেই। একটা অস্থির সময় পার করছিলাম। আরিফের দোকানের চায়ে চুমুক বসাতে বসাতে পরবর্তী করনীয় ভাবছি। পকেটে মোবাইলের ভাইব্রেসন হচ্ছে... ব্রি ব্রি ব্রি

স্ক্রিনে ভেসে উঠল পেয়ারে দোস্ত নিশার নাম্বার

ফোন রিসিভ করে ওকে কোন কথা বলার সুযোগ না দিয়েই...

- দোস্ত, হাজার দশেক টাকা দাওনা। পকেট ফাঁকা। ব্যাপক একটা লস খাইছি। জানই তো সব।

- কিন্তু আমার কাছে তো দশ হাজার হবেনা। তুমি তো জান গত পরশু একটা দামী জিনিস কিনে ফেলছি। এখন হাজার চারেক আছে। নিয়ে যেতে পার।

- চার কে পাঁচ করা যায়না কিউটি??

- তাইলে কারো কাছ থেকে নিয়ে দিতে হবে।

- আচ্ছা লাগবেনা। চার ই দাও। ও ভাল কথা, শোন কুত্তি আমি যারতার কাছ থেকে টাকা ধার নেই না। টাকা ধার করার শর্ত হল, ফেরত চাইতে পারবানা।সঠিক সময়ে নিজ দায়িত্তেই আমি সেটা ব্যাক করব। রাজি থাকলে দিও, নইলে লাগবেনা।

- আমারে তোমার এত ছোটলোক মনে হয়???

- আমি হি হি হি করতে লাগলাম



নিশা ফোন রেখে দিল। জানিনা ও কি কারনে কল করেছিল।বেচারি!!! দরকারি কথা বলার চান্সটাই পেলনা।

মিনিট দশেকের মধ্যেই মোবাইলে নিশার পাঠানো টাকা জমা হয়ে গেল বিকাশ ভাইয়ের মারফতে। হাঁফ ছেড়ে বাঁচলাম।

কৃতজ্ঞতা জানালাম ফের বার্তায়

- দোস্ত, এত্তগুলা লা...।।

- হুম্ম তোমারেও



বন্ধুত্তের সংজ্ঞা দিতে গিয়ে মানুষ সবসময় একটা কথা বলে “বিপদে বন্ধুই প্রকৃত বন্ধু”। কথাটা হয়ত আংশিক সত্য। কিন্তু আসল সত্য হল, বন্ধুর মন পড়তে পারাটাও প্রকৃত বন্ধুর লক্ষন। কাছের বন্ধু কাছের বন্ধু বলে আমরা অনেক সময় গলা ফাটাই, কিন্তু গলা জড়িয়ে সেলফি তুলতে গিয়েও হয়ত বন্ধুর মলিন অবয়ব দেখে বুঝে নিতে পারিনা বন্ধুটির ভিতরের সমস্যাটুকু।



আমার বন্ধুর তালিকাটা নাতিদীর্ঘ হলেও শুভাকাঙ্ক্ষীর তালিকাটা অনেক লম্বাই। মজার একটি বিষয় হল, সে তালিকায় আমার সমবয়সী মানুষের সংখ্যাটা খুব কম, সে জায়গা গুলো দখল করে নিয়েছে বয়সে ছোট বেশ কিছু কাছের মানুষ, যাদের মধ্যে নিশা অন্যতম। এই দিক দিয়ে আমি বেশ ভাগ্যবান ই।



বেশ কিছুদিন আগে ফেইসবুকের ইনবক্সে একটা লম্বা ম্যাসেজ পেলাম।

তোমাকে ভাল লাগে, ভালবাসি, পছন্দ করি...... এমন টাইপের লেখা ভরতি ম্যাসেজটা পেয়ে ফিরতি ম্যাসেজে পিচ্চিটাকে জিজ্ঞেস করলাম...আমার বয়স কত জানো??? ঠিক সময়ে বিয়ে করলে তোমার মত আমার একটা বেবি থাকত। তুমি তো অনেক পিচ্চি। একেবারে আমার হাঁটুর বয়সী।

মেয়েটির প্রতিউত্তর আমাকে যারপরনাই বিস্মিত করল... দেখ, শাওন যদি তার বাবার বয়সী হুমায়ূন আহমেদের সাথে প্রেম করে বিয়ে করতে পারে, আমি পারব না কেন???



আমি তাজ্জব বনে গেলাম। ওকে শুধরে দিলাম একটা কৌশলের আশ্রয় নিয়ে। বুদ্ধিমতি মেয়েটা বুঝে নিল সব। সে এখন আমার ক্ষুদে শুভাকাঙ্ক্ষীদের একজন। দেখে খুব ভাল লেগেছে যে, আমার হাটুর বয়সী শুভাকাঙ্ক্ষীটার এখন একটা কিউট বয়ফ্রেন্ড আছে। সেদিন সে মজা করে লিখেছিল...ভাইয়া, আমি যদি তোমার হাঁটুর বয়সী হই, তাহলে আমার হাবিটা কি তোমার কোমর বয়সী??????? হা হা হা হা...।




নিশা ভাল থাকুক। ভাল থাকুক আমার হাঁটু, কোমর, বুক, কিংবা মাথা সমান সব শুভাকাঙ্ক্ষী গুলো। কয়েক মাস পরি নিশার বিয়ে। সব দিক দিয়েই গুণবতী এই কিউট ফ্রেন্ডটা ওর চাচা টাইপ বয়ফ্রেন্ডটার সাথে বিয়ের আসরে বউ সেজে বসে আছে, সেই দৃশ্য দেখার জন্য আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি।

আমি জানি লেখার শেষটা পড়ে নিশা সাপের মত ফোঁসফোঁস করে আশেপাশে বাঁশ খুজে বেড়াচ্ছে আমার মাথায় ভাঙ্গবে বলে।



আচ্ছা নিশা, আমি কি তোমার ফার্স্ট লাv?????

হ্যালো...।। হ্যালো......???

ও ও ও এখন কিভাবে বলবা...। এখন বললে তো তোমার সব গোমর ফাস হয়ে যাবে, তাইনা???

আমি তো সব জানি, তুমি ওই চাচার আইডি তে গিয়ে লাইকে ভরিয়ে দাও......।।



হা হা হা



( দিবেই তো...।। ওই চাচাই তো নিশার সব)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪২

রাজা মশাই বলেছেন: পেরমে একদিন আইছেল্লে চুপ কইররা..... :-B নিশা তুমি যেখানে থাক পোষ্টটা পড়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.