নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।

কাল্পনিক আমি

আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।

কাল্পনিক আমি › বিস্তারিত পোস্টঃ

মাঝ জীবনের কিছু স্মৃতি

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:২২

আমরা আমাদের স্কুল এ কিছু বন্ধু ছিলাম যারা সবসময় একসাথে থাকতাম। আমাদের বন্ধুদের মধ্যে একেক জন একেক ভাবে পারদর্শী ছিলাম। তাদের মধ্যে আমি সব সময় পড়ালেখা নিয়ে থাকতাম। কেউ থাকত মেয়েদের সাথে, কেউ বা খেলাধুলায় পারদর্শী ছিল। স্কুল জীবন শেষ হবার পরে আমরা একেক জন একেক দিকে চলে যাই। আর তখন এত মোবাইল কিংবা ফেসবুক এর এত ব্যবহার ছিল না। যার কারনে আমার সাথে তেমন কারো ছিল না। শুধু মাত্র বাড়ি তে গেলে তাও বাড়ির কাছের বন্ধুদের সাথে দেখা হত। বাকীদের সাথে দেখা কিংবা কথাও হত না। আমি কলেজ এ কোন দিন কোন মেয়ের সাথে কোন কথা বলি নাই। যার কারনে আমি সব সময় একা কিংবা পড়ালেখা নিয়ে থাকতাম।

তারপরে শুরু হল নতুন এক জীবন। ঢাকায় আসলাম তারপরে আস্তে আস্তে কিভাবে যেন আমার সাথে অনেক মেয়ের কথা বলতে শুরু করলাম। তারপরে করলাম প্রেম। খেলাম সেই প্রেমের ছ্যাকা। তারপরে শুরু করলাম সিগারেট খাওয়া। তারসাথে শুরু করলাম গাঁজা খাওয়া। সেই শুরু আর থামাতে পারলাম না।

তারপরে আস্তে আস্তে পুরনো বন্ধুদের খুজে পেলাম। তাদের অনেকে অনেকে ঢাকায় পড়াশুনা করে। কিছু চট্রগ্রাম থেকে পড়াশুনা শেষ করে ঢাকায় এসে চাকরি খুঁজেতে থাকে। হল ছাড়লাম, হল থেকে নিজের বাসায় গেলাম। সেই বাসা ছেড়ে উঠলাম সেই পুরনো কিছু বন্ধুদের সাথে। আস্তে আস্তে সবার কথা আসল। সবাই আসে বাসায়। সবাই যার মত করে তাদের নিজেদের হারানো দিনের কথা বলে।

তারপরে আমরা সবাই একটা জিনিষ আবিষ্কার করি আর তা হল আমরা প্রত্যেকে নিজেদের মত করে যার যার জায়গা থেকে একসাথে হলাম। সবাই যার যার মত করে ইউনিভার্সিটি তে চান্স পেলাম। সবাই মোটামুটি প্রেম করল, দুই এক জন ছাড়া সবাই প্রেমে ছ্যাকা খেল। সবাই আলাদা আলাদা করে সিগারেট গাঁজা খাওয়া শুরু করল। আমাদের কেউ কাউকে বলেনি তুই সিগারেট খা। আমার এক বন্ধু আমাকে বলে সে নাকি কোন চিন্তাও করতে পারে নাই আমার মত ভাল ছেলেটা কোন দিন গাঁজা খাওয়া তো দূরে থাক সিগারেট খাবে সেটা কোন চিন্তা ও করতে পারে নাই।
যাই হোক সব কিছু ভাল লাগল। নিজের পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিতে বেশ ভাল লাগে। নিজেদের সেই স্কুল জীবনের কথা বললে বেশ নস্টালজিক হয়ে যাই। আগে কি ছিলাম আর কি হয়ে গেলাম। আমার কথাই ধরি আমি আগে মানুষকে সিগারেট খেতে দেখলে মানুষকে ঝাড়ি দিতাম, আর এখন সেই আমি যে কিনা ঘুম ভাঙ্গে সিগারেট খেয়ে।

শেষ একটা কথা আজ বন্ধুদের বাসায় ৫ মাস হল। কাজের তাগিদে সেই বাসা আজ আবার ছেড়ে দিতে হবে। মন খারাপ তাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.