![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।
ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম মারা গেছেন। ভারতের ধর্ম নিরপেক্ষ সংবিধানের মাহাত্ম্য এটাই যে, সেই দেশে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের একজন রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থানে যেতে পারেন, এবং সকলের শ্রদ্ধার আসনেও বসতে পারেন। অপরদিকে আমাদের দেশে একজন হিন্দু ক্রিকেটারকেও হিন্দু হবার অপরাধে গালি শুনতে হয়। রাষ্ট্রপ্রধান হলে হয়তো তাণ্ডবই হয়ে যেতো! আর পাকিস্তানের কথা কিছু না বলাই ভাল।
কালাম সাহেবকে ভারতের ক্ষেপনাস্ত্র মানব বলা হতো। মানুষ হত্যার ক্ষেপনাস্ত্র তৈরি করে মানবতাবাদী হওয়ার মধ্যে খানিকটা হিপোক্রেসী রয়েছে। বিশেষ করে নানা বক্তৃতায় মানুষের কল্যানের কথা বলে পারমানবিক ক্ষমতা অর্জনের খেলায় নামা, পাকিস্তানকে ভয় দেখাবার জন্য পারমানবিক পরীক্ষা চালানো কোন অবস্থাতেই তো সমর্থনযোগ্য নয়ই, বরঞ্চ এর তীব্র বিরোধীতা করা ছাড়া কোন উপায় নেই। কারণ ভারতের পোখরান-২ এর মূল থিঙ্ক ট্যাংক তিনিই ছিলেন। এই সফল পারমানবিক বিস্ফোরণ ঘটানোর পরে পারমানবিক ক্ষমতার বিধ্বংসী ক্ষমতা দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে বলেছিলেন,
"I heard the earth thundering below our feet and rising ahead of us in terror.
It was a beautiful sight.
It was a triumph of Indian science and technology."
[Dr. APJ Abdul Kalam describes the Pokhran II nuclear explosions, The Times of India, June 28, 1998.]
আমরা আর কোন অস্ত্র চাই না। আর কোন বোমা চাই না। আমরা চাই খাদ্য, বস্ত্র, বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা। অসাম্প্রদায়িক বৈষম্যহীন জাতীয়তাবাদধীন সীমানাহীন জাতপাতহীন অভিন্ন মানব সমাজ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:১৭
ইফতেখার ভূইয়া বলেছেন: লিখার জন্য ধন্যবাদ। স্যারের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলী রইল।