![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কতটা বেহায়া হলে, নিজের স্ত্রীর গর্ভধারণের মতো পবিত্র একটা মুহূর্তকেও দেশের মানুষের সামনে এনে ছবি দেখিয়ে টাকা কামাই করে? ভাবতেও গা ঘিনঘিন করে ওঠে! এই যে কুখ্যাত পর্ন স্টার তোহা আর তার স্ত্রীর কথা বলছি। ব্যক্তিগতভাবে তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু এই দিকটা আমার একেবারেই ভালো লাগেনি।
তারা যেভাবে জীবনের প্রতিটি ব্যক্তিগত জিনিস মানুষকে দেখানো শুরু করেছে, তাতে আমাদের যুব সমাজ বা আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে, আল্লাহই জানেন। স্ত্রী গর্ভবতী হয়েছে, মানেই সেটা জনগণকে ঢাকঢোল পিটিয়ে জানানোর কী আছে? ডিএনএ টেস্ট হোক, যখন সত্যি সত্যিই নিশ্চিত হবে যে বাচ্চা তোমার, তখন না হয় খুশি হইও। আর হ্যাঁ, বউ গর্ভবতী হয়েছে মানেই যে বাচ্চা দুনিয়ায় চলে এসেছে, তা কিন্তু নয়। কপাল খারাপ হলে অনেক কিছুই হতে পারে।
আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমার মেয়েকে জন্ম দিয়েই বেহেশতে চলে গেছে। (আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন) তোমরা এত নিশ্চিত হচ্ছো কীভাবে যে তোমাদের সাথে এমনটা হবে না? না, আল্লাহ যেন তোমাদের সাথে এমনটা না করে, সেই দোয়াই করি। এমনটাও তো অনেকের হয় যে, বাচ্চা পেট থেকেই নষ্ট হয়ে যায়, কিংবা জন্ম নিয়েই মারা যায়। কত কী যে হতে পারে! তাহলে এভাবে মানুষকে জানাচ্ছো, সবাই কি তোমাদের ইতিবাচকভাবে নিচ্ছে?
সত্যি বলতে, তোমাদের এই কর্মকাণ্ড দেখে ভীষণ খারাপ লাগে। একটু চিন্তা করো, এই দুনিয়াই শেষ নয়, এর পরেও আরেকটা দুনিয়া থাকতে পারে। আর এভাবে বউকে গর্ভবতী করিয়েছো বলে খুশি হওয়ার কোনো কারণ নেই, অবদান অন্য কারোও তো থাকতে পারে।
আমার এই পোস্টে যারা বাজে মন্তব্য করবে, তারা করতেই পারে। আমি পরোয়া করি না।
©somewhere in net ltd.