নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

ছবি

১৯ শে মে, ২০১৯ ভোর ৪:১৪



একটা সফর সেরে বাড়ি যাচ্ছি। এখনও ৫ থেকে ৬ ঘন্টার পথ বাকি। বসে বসে কিভাবে সময় কাটবে সেটাই ভাবছি।

আইলের ওপাশে এক মহিলা একটা ছবি আঁকছেন। এখন আবার ভাবছেন। একটা ডাইরি নিয়ে আর কিছু রং পেন্সিল সাথেই ছিল। একটু ভেবে এবার আঁকছেন। এখনো বুঝতে পারিনি কি আকছেন। সিটে পা উঠিয়ে বসেছেন। সাধারণত পথে সবাই ঘুমান, কিন্তু উনি, ব্যতিক্রম। একটা গোলাপী সুয়েটার পরা, পঞ্চাশের মধ্যে বয়স হবে। নাম দিলাম গোলাপী।

আমার পাশে ইয়া মোটা এক লোক বসেছেে। হাফ পেন্ট পরা। রোমশ পা প্রায় লেগে যাচ্ছে। খুবই অসস্থিকর অবস্হা। দেখে মনে হচ্ছে নেটিভ ইনডিয়ান। ওরা সবাই একটু বড়সর। দুই সিটের দেড়টাই ওনার দখলে। আমার অবস্থা খুবই কাহিল।

ওইদিকে গোলাপী বেগমর ছবিটি একটি কঠামোতে চলে এসেছে। গোলাপীর পিছনে এক ভদ্রলোক বসেছেন। নীল শার্ট পরা ঐ ভদ্রলোক একটা কঠিন বই পরছেন। বইয়ের মলাট দেখে মনে হচ্ছে ইতিহাসের উপর কোন বই হবে। ওনাকে দেখেই মনে হচ্ছে অনেক দ্য়ার শরীর। নাম দেয়া যাক দয়াল বাবা। দয়াল বাবার অনেক বয়স হবে।

গোলাপী বেগম এখন পানি পান করছেন আর হাসি হাসি মুখে বসে আছেন। এদিকে পাশের মোটা দেখি একটা ল্যাপটপ বের করে দেখার চেষ্টা করছে। কিন্তু বেচারা এতই বড় যে সামনের সিটের মঝে ঐ গ্যাপটুকু ও নেই। এখন কি একটা অফিসিয়াল রিপোর্ট পড়ে দেখছে।

প্লেনটা বেশ দুলছে। কি জানি কি ব্যাপার। বাইরে বেশ বাতাস হবে। আচ্ছা ভারি ঠান্ডা বাতাস নিচে নামলে, গরম বাতাস উপরে উঠে। এভাবেই তো ঝড় তৌরি হয়, ভাবার চেস্টা করছি, মাথা কাজ করছে না। কেবিনের এসি ঠিক মত কাজ করছে না হয়ত। একটু গরম লাগছে। পাইলট সাহেব বারাবার দুঃখ প্রকাশ করছেন।

পরীর মত সুন্দরী একজন নারী খাবার পরিবেশন করছেন। সুন্দর মেয়েরা রাগী রাগী হয় না। এই ভদ্রমহিলার কাজই হচ্ছে হাসি হাসি মুখে খাবার দেয়া, কিন্তু উনি কেন যেন রেগে আছেন।

গোলাপী বেগমের ছবিটা একটা এবিষ্ট্রেক ছবিই হবে। ভাল আর্টিস্ট মনে হয়। বাদবাকি সব লোকেরা চোখ বন্ধ করে মরার মত ঘুমাচ্ছে ।
গোলাপী বেগম জিজ্ঞাসা করলাম, কি আঁকছেন। উনি বললেন তেমন কিছু না, জাস্ট প্লেইং। দয়াল বাবার বই পড়া ভালোই চলছে। কোনদিকে খেয়েল নেই। এই দিকে মোটু আমার সাইটের জায়গা দখল করে বসে আছে। গায়ে পরে মোটুর সাথে ভাব জমালাম। সে একটা
ন্যটিভ ইনডিয়ান এরিয়ার এক্সিকিউটিভ ম্যানেজার। কোথায় যেন একটা ট্রেনিং দিয়ে বাড়ি যাচ্ছে। বেশ আলাপী মানুষ।

কিছুক্ষণ পরে প্ল্যান ল্যান্ড করবে। ঘুমের ঘোর থেকে জেগে উঠছে সবাই। প্লেনের নাচা নাচি একটু কমেছে।

গোলাপী বেগম আমাকে ছবিটা দিয়ে দিল। আমি বললাম এটা কি একেঁছে। বললো -এলোমেলো ভাবে ছবিটা একেছে, কোন মানে নেই। ভদ্রমহিলাকে আমার অনেক মহান মনে হল।

এদিকে পরীর মত সুন্দরী আমাদের দিকে এসে হাসি উপহার দিয়ে গ্লাস ইত্যাদী সংগ্রহ করে চলে গেলেন। মনে হয় ওনার মন ভাল হয়ে গেছে।

সবাই একটু পরে ব্যাস্ত হয়ে যাবে, ব্যাগ নিয়ে চলে যাবে নিজের ঠকানায়। কারো সাথেই আর দেখা হবে না। আমাদের জীবনটা অনেকটা এই আটসাটো কেবিনে কিছূ সময় কাটানোর মত। এই ছোট্ট জীবনে কেউ জীবনকে সার্থকতা দেয় কাজ করে। আর বেশিরভাগ আমজনতা শুধু ঘুমায়। নাক ডেকে ডেকে ঘুমায়।

আরো কিছু ছবি নিচে দিলাম। উপরের হেডিং ছবিটি গোলাপী বেগমের।








মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৯ সকাল ১১:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: মহিলার আঁকা ছবিটি সুন্দর ! তবে আর্ট তো একেকজন একেক দিক দিয়ে দেখে। এগুলো মনের চোখ দিয়ে দেখতে হয়।

সুন্দর পোস্ট..... যেন একটি দিনের কথকতা।

পরীরা রাগলে আরো কিউট লাগে :`>

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:২৭

কালো যাদুকর বলেছেন: পরীরা রাগলে আরো কিউট লাগ.... হা হা হা, ভাল বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৯ শে মে, ২০১৯ সকাল ১১:৫৮

আপেক্ষিক মানুষ বলেছেন: কোথায় ভ্রমণে গিয়েছিলেন?

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:২৯

কালো যাদুকর বলেছেন: ব্লগে স্বাগতম। আসলে কাজে গিয়েছিলাম। এটার নাম হল, সল্ট লেক সিটি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:০৯

মা.হাসান বলেছেন: সুন্দর লেখা, গোলাপীর ছবিটাও সুন্দর। দুই সিটের মাঝে ডিভাইডার থাকার কথা পাশের সিটে মোটা বসলে অসুবিধা হবার কথা না।
অনেক শুভেচ্ছা।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৩

কালো যাদুকর বলেছেন: মা.হাসান আপনি ঠিকই বসেছেন, তবে ডেরেন (মোটা) আগেই বসেছিল, এবং মাঝের ডিভাইডারটা সরিয়ে রেখেছিল, ওটা থাকলে বেচারা বসতেই পারতো না। তবে বেশ আমুদে মানুষ। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৯ শে মে, ২০১৯ দুপুর ২:১৭

মেঘ প্রিয় বালক বলেছেন: মনে হলো আপনার সাথেও আমি ঘুরে আসলাম ,ভিন্ন ধরনের মানুষগুলোকেও অবলোকন করলাম। অনেক অনেক শুভেচ্ছা।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৬

কালো যাদুকর বলেছেন: মেঘ প্রিয় বালক ঠিকই বলেছেন। মানুষ যে কত ইন্টারেস্টিং হতে পারে, একটু সময় নিয়ে দেখলেই বুঝা যায়।মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:০২

মুক্তা নীল বলেছেন: আপনার জার্নি মোটেও বোরিং হয়নি। গোলাপি ,দয়ালবাবা, পরীরা সবাইকে নিয়ে একে একে সুন্দর করে বর্ণনা দিলেন। মেঘের ছবি গুলো দেখে অনেক ভালো লাগছে।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:১১

কালো যাদুকর বলেছেন: মুক্তা নীল হা হা হা। আপনি ঠিকই ধরেছেন। নিজেকে ব্যস্ত রাখার চেস্টা করছিলাম। আপনিও দেখি আমার মত মেঘ পছন্দ করেন। খুব ভাল।

৬| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: উপভোগ্য।

১৯ শে মে, ২০১৯ রাত ১১:২৭

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ

৭| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৩০

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে কিন্তু।

১৯ শে মে, ২০১৯ রাত ১১:৪৯

কালো যাদুকর বলেছেন: গদ্য তেমন আসে না। অনেক ধন্যবাদ

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৮

মিরোরডডল বলেছেন: জীবনটাতো আসলেই একটা জার্নি ।
এই সহযাত্রীদের মতন কত মানুষ আসছে যাচ্ছে ।
আবার কেউ কেউ গোলাপির মতন মনে দাগ কেটে যাচ্ছে ।
দিয়ে যাচ্ছে কিছু সুন্দর সৃতি ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৪

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। ঠিকই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.