নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

এক গুচ্ছ

১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৩

পুরাতন
-----------
পুরাতন বন্ধু ও টাকা
দুটোই খুব কাজের।
একটা তোমার হৃদয়ের কাছাকাছি ও স্থায়ী।
আরেকটি ক্ষণস্থায়ী।


মুক্তি
-----
কখনো কখনো প্রিয়জনকে যেতে দিতে হয়,
সেই ভাল,
তাহলেই তুমি সত্যিকার করে তাকে পাবে,
মুক্তি ও স্বাধীনতায়।



পিঁপড়ে
-------
গাছের গুড়ি সে তো গুড়িই,
গুড়ির নিচেই যে এক শহর।


বৃষ্টি
----------
একটি ফুলের উপর বৃষ্টি,
মাথার উপর বর্ষন।
সবই আকাশের কারসাজি,
কাল দেখো,
সূর্য হাসবে,
আজকের আলোতে।





পরিবর্তিত মুখ
--------------

বন্ধু ধার চাইল অনেক টাকা
কস্ট করে দিলাম লক্ষ কোটি ,
বন্ধু গেল প্লাস্টিক সার্জানের কাছে,
সেই থেকেই খুজছি প্রিয়তমাকে ।










নোট:
কয়েকটি বিদেশী কবিতা অনুকরন করে লেখা হয়েছে। দেখি আপনাদের কেমন লাগে। ভাল না লাগলে, আর ট্রাই করব না।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সুন্দর।

১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

কালো যাদুকর বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন অনেক ধন্যবাদ।

এখন কচ্ছপের মত ডিম পেরে চলে যাচ্ছি। আরো ৬ / ৭ ঘন্টা পরে উত্তর দিতে পারবো সবাইকে। :)

২| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০১

চাঁদগাজী বলেছেন:



কবিতা লিখতেও বিদেশীদের অনুকরণ করতে হচ্ছে? আমেরিকান কবিরা কি বাংলাদেশের গ্রামের একটা তরুণীর জীবন বুঝেন?

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৪

কালো যাদুকর বলেছেন: মাঝে মাঝে নিজের ভাবনা থেকে অবসর নেই। অন্যের ভাবনা তখন ধার নিতে হয়। :)

৩| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকর লেখনশৈলী।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৫

কালো যাদুকর বলেছেন: নেওয়াজ ভাই, অনেক ধন্যবাদ।

৪| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
আমার ভালো লেগেছে।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৬

কালো যাদুকর বলেছেন: আপনার ভাল লাগাতে অনেক ধন্যবাদ।

৫| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৬

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ আপা।

৬| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১৮

মিরোরডডল বলেছেন:

পরিবর্তিত মুখ, এটা আমি বুঝিনি । বাকিগুলো ভালো লেগেছে ।
মুক্তি , বেস্ট ওয়ান ।



১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১২

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।
পরিবর্তিত মুখ - এখানে বোঝাতে চে্যেছে- "মুখ" পরিবর্তিত হয়ে যাওয়াতে প্রিয়তমা পরিচিত মুখকে খুজছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.