নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাঁচা
----
আমরা ভাবি
ওরাই বুঝি কেবল বন্দি,
অথচ-
আমরাই বন্দি ভাবনার বৃত্ততে,
ওরা মুক্ত,
ওদের সীমানা নেই,
আমরাই কেবল সীমানা মানি,
ওরা সীমানা পেরিয়ে যায়,
প্রান্তে, অসীমে।
প্রেম
------
মানুষ বদলায়,
এটিই মানুষের স্বভাব,
সেই আশায়
প্রতিদিন ঘুম থেকে উঠে
তোমার প্রেমে পরি।
ভাগ্য
-----
এখন আর ভাবি না,
ভেবে কিছু হবে না,
এই পথ একদিন চলা শেষ হবে,
কোথাও নিয়ে যাবে ,
ভাবলেও - এই পথ সেখানেই যাবে,
না ভাবলেও যাবে।
এখন আর তাই ভাবি না।
তোমার কাজ
ফেলে রেখে দাও তুমি,
কাজ করে কোন ফায়দা নেই,
কেবলই বৃথা সময় নস্ট।
সবাই শুধু অযথাই অকাজে ছুটছে।
তবে-
শুধু ভাগ্যবানরাই জানতে পারে ,
কি সেই জীবনের উদেশ্য।
পুকুরে একটিই পদ্ম ফোটে,
বাকি সবই কচুরিপানা।
মাঝে মাঝে তাই ভাবি-
যদি পেতাম পদ্মফুলের জীবন।
১৫ বছর
---------
কেউ মুখের কথা শোনে না-
তাই এখানেই লিখি
তাই তোমাকেই লিখি।
১৫ বছর ধরে লিখছি,
তবু কথা শেষ হলো না বলার।
©somewhere in net ltd.