নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাঁচা
----
আমরা ভাবি
ওরাই বুঝি কেবল বন্দি,
অথচ-
আমরাই বন্দি ভাবনার বৃত্ততে,
ওরা মুক্ত,
ওদের সীমানা নেই,
আমরাই কেবল সীমানা মানি,
ওরা সীমানা পেরিয়ে যায়,
প্রান্তে, অসীমে।
প্রেম
------
মানুষ বদলায়,
এটিই মানুষের স্বভাব,
সেই আশায়
প্রতিদিন ঘুম থেকে উঠে
তোমার প্রেমে পরি।
ভাগ্য
-----
এখন আর ভাবি না,
ভেবে কিছু হবে না,
এই পথ একদিন চলা শেষ হবে,
কোথাও নিয়ে যাবে ,
ভাবলেও - এই পথ সেখানেই যাবে,
না ভাবলেও যাবে।
এখন আর তাই ভাবি না।
তোমার কাজ
ফেলে রেখে দাও তুমি,
কাজ করে কোন ফায়দা নেই,
কেবলই বৃথা সময় নস্ট।
সবাই শুধু অযথাই অকাজে ছুটছে।
তবে-
শুধু ভাগ্যবানরাই জানতে পারে ,
কি সেই জীবনের উদেশ্য।
পুকুরে একটিই পদ্ম ফোটে,
বাকি সবই কচুরিপানা।
মাঝে মাঝে তাই ভাবি-
যদি পেতাম পদ্মফুলের জীবন।
১৫ বছর
---------
কেউ মুখের কথা শোনে না-
তাই এখানেই লিখি
তাই তোমাকেই লিখি।
১৫ বছর ধরে লিখছি,
তবু কথা শেষ হলো না বলার।
১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৩২
কালো যাদুকর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
২| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৪
মিরোরডডল বলেছেন:
একটার চেয়ে একটা বেশি, সবগুলো ভালো লেগেছে।
প্রিয় কিছু লাইন
আমরাই বন্দি ভাবনার বৃত্ততে,
প্রতিদিন ঘুম থেকে উঠে
তোমার প্রেমে পরি।
ভাবলেও - এই পথ সেখানেই যাবে,
না ভাবলেও যাবে।
এখন আর তাই ভাবি না।
সবাই শুধু অযথাই অকাজে ছুটছে।
১৫ বছর ধরে লিখছি,
তবু কথা শেষ হলো না বলার।
যাদুকরের কথা যেন কখনও না ফুরায়,
আরও অনেক ১৫ বছর এমন কথা শুনতে চাই।
অভিনন্দন!
১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৩৪
কালো যাদুকর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। দেখতে দেখতে অনেকদিন চলে গেল। কত ব্লগার এলো গেলো, আমার আর কোথাও যাওয়া হল না। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৮
আজব লিংকন বলেছেন: সুন্দর অনুভূতি। পড়ে ভালো লেগেছে।