নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

পরানের কাহিনী

১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৯

কোন কোন পুরুষের ভাগ্যে জোটে অধিক প্রেম,
কোন কোন নারীর ভাগ্যেও জোটে একাধিক প্রেম।
তবে পুরুষের হৃদয়ে যে প্রথমে আসে,
সেই রমণী থেকে যায় প্রথম প্রেম হিসেবে।
সে নারী সেকথা না বুঝলেও,
পুরুষ প্রথম প্রেম ধারণ করে,
হৃদয় জুড়ে, সারাজীবন ।

এরপর জীবন কেটে যায়,
পুরুষের হৃদয়ে অন্য নারী আসে,
কখনো সেই নারী বাস করে,
কখনো একটু বিশ্রাম করেই বিদায় নেয়,
কখনো সব মেনে নিয়ে একই ঘরে করে বসবাস দ্বিতীয় নারী।

অথচ এত কিছু জেনেও, হতভাগ্য পুরুষ সব কিছুই সহ্য করে নীরবে।
হয় হৃদয়ের রক্তক্ষরণ, নীরবে।

............
কবি হেলাল হাফিজ স্মরণে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০৫

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৬

মিরোরডডল বলেছেন:




আথচ এত কিছু জেনেও,

অথচ হবে।

পুরুষ প্রথম প্রেম ধারণ করে,
হৃদয় জুড়ে, সারাজীবন ।


কিছু পুরুষের মতো, কিছু নারীও তাই করে।
আমি একজনকে চিনি, কত পুরুষ এলো গেলো, কত পুরুষ আসে যায় কিন্তু সেই নারী আর কারো ভালোবাসা গ্রহণ করেনি।

If you truly love someone, you'll keep this in your heart forever.
even though you lost this person.

আমার প্রিয় গানটির মতো।

Don't wanna feel another touch
Don't wanna start another fire
Don't wanna know another kiss
No other name fallin' off my lips
Don't wanna give my heart away
To another stranger
Or let another day begin
Won't even let the sunlight in
No, I'll never love again






২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১৩

কালো যাদুকর বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনি নিশ্চয়ই হেলাল হাফিজের মৃত্যু সংবাদ পেয়েছেন । আমার প্রিয় কবি ছিলেন । ওঁর স্মরণেই এই কবিতাটি লিখেছিলাম । এই কবির কাছে আমি নানা ভাবে ঋণী। একটি কবিতা লিখে ওঁর ব্যাপ্তি বোঝা যায় না। ওঁর মৃত্যু আমাকে অনেক কষ্ট দিয়েছে।
অবশ্যই নারীদের মধ্যে কেউ কেউ এমন আছেন। গানটি চমৎকার , আগে শুনিনি।
দেরি হল উত্তর দিতে , ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.