![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন কাগজ নিয়ে বসে ভাবি-
যদি কিছু লিখা যায়,
কালো কালিতে কিছু সুখ দুঃখের কথা।
এতদিন কত কিছু নিয়ে লিখেছি,
মানুষের অন্ধু ভালবাসা,
দুষ্ট মানুষের ধোঁকা ,
রাজপথে রক্তের রাজনীতি,
উত্তর মেরু, দক্ষিণ মেরু,
ছয়টি ঋতু , একশটি কবিতা,
শৈশবের পাগলামি, যৌবনের উদ্দামতা,
ঘোলাতে সন্ধ্যার এলোমেলো মাদকাতা ,
এই কালিতে নিংড়ে এঁকেছি।
অনেক কিছু লেখা হয়ে গেছে এই কলমে
কাগজে, বইয়ে , ডিজিটাল পাতায়,
দিনের আলোতে, গভীর রুপালি রাতের মায়াতে।
আমার কলমের কালি এসেছে সাগর থেকে,
এ বুকের গভীরে এক কালো সাগর আস্তে আস্তে গভীর হয়েছে ,
প্রতিদিন তিল তিল করে সাগরটি জমেছে,
জমা দুঃখ গুলো অনেকদিন ধরে পড়েছে সোনালি দিনের ঝরনা থেকে চুয়ে চুয়ে,
দুঃখের প্রথম লবণাক্ত জল যেদিন আমাকে উপহার দিয়েছিলে, সেদিন থেকেই,
ঠিক এইখানে, এই বুকের মাঝখানে ।
এই এক ফোটা দুঃখের জল, জমিয়ে রেখেছিলাম অনেক যত্ন করে।
তোমার ভালবাসার একমাত্র চিহ্ন মাত্র।
------------------
আসলে এটি একটি কবিতা যেটা উলটো করেও পড়া যাবে
--------------------
তোমার ভালবাসার একমাত্র চিহ্ন মাত্র।
এই এক ফোটা দুঃখের জল, জমিয়ে রেখেছিলাম অনেক যত্ন করে।
ঠিক এইখানে, এই বুকের মাঝখানে ।
দুঃখের প্রথম লবণাক্ত জল যেদিন আমাকে উপহার দিয়েছিলে, সেদিন থেকেই, ,
জমা দুঃখ গুলো অনেকদিন ধরে পড়েছে সোনালি দিনের ঝরনা থেকে চুয়ে চুয়ে,
প্রতিদিন তিল তিল করে সাগরটি জমেছে,
এ বুকের গভীরে এক কালো সাগর আস্তে আস্তে গভীর হয়েছে ,
আমার কলমের কালি এসেছে সাগর থেকে,
দিনের আলোতে, গভীর রুপালি রাতের মায়াতে।
কাগজে, বইয়ে , ডিজিটাল পাতায়,
অনেক কিছু লেখা হয়ে গেছে এই কলমে
এই কালিতে নিংড়ে এঁকেছি।
ঘোলাতে সন্ধ্যার এলোমেলো মাদকাতা ,
শৈশবের পাগলামি, যৌবনের উদ্দামতা,
ছয়টি ঋতু , একশটি কবিতা,
উত্তর মেরু, দক্ষিণ মেরু,
রাজপথে রক্তের রাজনীতি,
দুষ্ট মানুষের ধোঁকা ,
মানুষের অন্ধু ভালবাসা,
এতদিন কত কিছু নিয়ে লিখেছি,
কালো কালিতে কিছু সুখ দুঃখের কথা।
যদি কিছু লিখা যায়,
প্রতিদিন কাগজ নিয়ে বসে ভাবি-
-
অগাস্ট ৫, ২০২৫
টেক্সাস
০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:০৫
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ। ৫ই আগোস্টে কি করলেন?
২| ০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:৪১
খায়রুল আহসান বলেছেন: বাহ, চমৎকার! উভয় সিস্টেমে পড়ার ব্যাপারটা বিস্ময়কর বটে।
০৭ ই আগস্ট, ২০২৫ রাত ১০:১৯
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ স্যার। ব্যাপারটা আসলে কি, আমরা কবিতা যে ভাবেই পড়ি না কেন, কবিতা আমাদেরকে একটিই মেসেজ দেয়। আজকাল ্ওয়েস্ট এ কবিতা কে এরকম উলটো করে লেখা হচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর।