![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন আগে একটি কবিতা লেখা হয়েছিল
বুলেট দিয়ে লিখা- খুনের কবিতা,
লাল সবুজের কবিতা।
দেশে অনেক পরিবর্তন ঘটেছে,
গণতন্ত্র থেকে স্বৈরাচার এসেছে,
স্বৈরাচার থেকে গণতন্ত্র।
কবিতা সুর হরিয়ে গদ্য হয়ে গেছে।
তুমি আমি এখনো
ধান বুনি, বর্ষাকালে উঠানে বসে বিড়ি টানি,
ভাঙ্গা ঘরে বৃষ্টির পানিতে ভিজি ,
একটি ভাল সময়ের স্বপ্ন বুনি।
আসাদ, নুরহোসেনের দলে সাইদ যোগ দিয়েছে,
এক দুই করে লক্ষ প্রাণ নক্ষত্র হয়েছে।
তুমি আমি এখনো মুখ বুজে আটটা পাঁচটা কাজ করি,
রোজ রোজ রিকশা কুকুর ডাসবিন কাটিয়ে বাড়ি ফিরি,
ঘাম শুকালে ভেজা গামছা দিয়ে কপাল মুছে ভাবি -
এই অভিশপ্ত জীবন কখন সাঙ্গ হবে?
মেধা পাচার হয়েছে
অপদেবতা অধিপত্ত বিস্তার করেছে,
মাঝে মাঝে পরিবর্তন হয়েছে,
তাতে কি?
- বারে বারে অন্ধকার ঠিকই ফিরে এসেছে,
প্রবাসিরা অক্ষম ক্রোধে কেবল অধঃপতন দেখেছে
- একটি সম্ভাবনার , একটি কবিতার ।
ক্রাইম রিপোর্ট পূর্ণ খবরেরে কাগজে
সুখী নীল গঞ্জের খবর আর থাকে না,
সব ভাল মানুষগুলো নষ্টের খাতাতে নাম লিখিয়েছে,
আমি তুমিই কেবল এখনো অবুঝের মত ভাবি ,
যদি এই পরিবর্তনটি একটি সুখী ও সম্ভাবনার দিকে যেত।
তাতে সাধারণ মানুষ বেঁচে যেত,
তুমি আমি সোনার তরিতে ফসল ভরে বাড়ি যেতাম ।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৬
বিজন রয় বলেছেন: আটপৌরে জীবনের কবিতা, সাথে সংগ্রাম।
++++++