![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন আগে একটি কবিতা লেখা হয়েছিল
বুলেট দিয়ে লিখা- খুনের কবিতা,
লাল সবুজের কবিতা।
দেশে অনেক পরিবর্তন ঘটেছে,
গণতন্ত্র থেকে স্বৈরাচার এসেছে,
স্বৈরাচার থেকে গণতন্ত্র।
কবিতা সুর হরিয়ে গদ্য হয়ে গেছে।
তুমি আমি এখনো
ধান বুনি, বর্ষাকালে উঠানে বসে বিড়ি টানি,
ভাঙ্গা ঘরে বৃষ্টির পানিতে ভিজি ,
একটি ভাল সময়ের স্বপ্ন বুনি।
আসাদ, নুরহোসেনের দলে সাইদ যোগ দিয়েছে,
এক দুই করে লক্ষ প্রাণ নক্ষত্র হয়েছে।
তুমি আমি এখনো মুখ বুজে আটটা পাঁচটা কাজ করি,
রোজ রোজ রিকশা কুকুর ডাসবিন কাটিয়ে বাড়ি ফিরি,
ঘাম শুকালে ভেজা গামছা দিয়ে কপাল মুছে ভাবি -
এই অভিশপ্ত জীবন কখন সাঙ্গ হবে?
মেধা পাচার হয়েছে
অপদেবতা অধিপত্ত বিস্তার করেছে,
মাঝে মাঝে পরিবর্তন হয়েছে,
তাতে কি?
- বারে বারে অন্ধকার ঠিকই ফিরে এসেছে,
প্রবাসিরা অক্ষম ক্রোধে কেবল অধঃপতন দেখেছে
- একটি সম্ভাবনার , একটি কবিতার ।
ক্রাইম রিপোর্ট পূর্ণ খবরেরে কাগজে
সুখী নীল গঞ্জের খবর আর থাকে না,
সব ভাল মানুষগুলো নষ্টের খাতাতে নাম লিখিয়েছে,
আমি তুমিই কেবল এখনো অবুঝের মত ভাবি ,
যদি এই পরিবর্তনটি একটি সুখী ও সম্ভাবনার দিকে যেত।
তাতে সাধারণ মানুষ বেঁচে যেত,
তুমি আমি সোনার তরিতে ফসল ভরে বাড়ি যেতাম ।
১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৫০
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই আগস্ট, ২০২৫ রাত ২:১৭
লোকমানুষ বলেছেন: কবিতায় সময়ের নির্মম পুনরাবৃত্তি আর সাধারণ মানুষের অসহায়ত্ব মর্মস্পর্শী হয়ে ফুটে উঠেছে। ইতিহাসের চক্রাকার আবর্তন, গণতন্ত্র, স্বৈরাচার, রক্তপাত, প্রতিশ্রুতিবদ্ধ পরিবর্তনের মিথ্যা আশ্বাস -এই সবই যেন কবিতার লাইনে লাইনে লাল-সবুজের ক্যানভাসে আঁকা এক করুণ শিল্পকর্ম ফুটিয়ে তুলেছে। তবুও আমাদের স্বপ্ন দেখার ক্ষমতা, ধানের শিষের মতোই, বারবার মাথা তুলে দাঁড়ায়!
১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৫১
কালো যাদুকর বলেছেন: বেশি হয়ে গেল ভাই। ধন্যবাদ।
৩| ১৩ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৫১
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে আগস্ট, ২০২৫ ভোর ৫:৩২
মিরোরডডল বলেছেন:
কেমন আছে যাদুকর?
বরাবরের মতো কবিতা ভালো লেগেছে।
এখন আর ব্লগে আসতে ইচ্ছে করেনা।
ব্লগে যেসব লেখা আসে, খুব ডিপ্রেসিভ।
যারা মুক্তিযুদ্ধ নিয়ে সন্দেহ প্রকাশ করে, নতুন করে ইতিহাস লিখতে চায়, মুক্তিযোদ্ধাদের অবদানকে অস্বীকার করে, আমার বিশ্বাস আজকে যদি দেশের স্বাধীনতা রক্ষার্থে ৭১ এর মতো যুদ্ধ শুরু হয়, এরা একজনও যুদ্ধে যাবে না। সেই গাটস তাদের নেই, তাদের দৌড় এই ব্লগে লেখা পর্যন্ত।
সকল স্তরের মানুষ যারা দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে দেশ স্বাধীন করতে প্রাণ দিয়েছে, তারা কখনও জানবে না যে আমরা এই অকৃতজ্ঞ জাতি কত সহজে তাদেরকে ভুলে গেছি, তাদের মৃত্যুকে অস্বীকার করি, this is such a shame!!!!
একটা স্বাধীন দেশে আমার জন্ম এবং বেড়ে উঠা।
This is undoubtedly a privilege and blessing.
আমৃত্যু সকল মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে আমার শ্রদ্ধা ও ভালোবাসা এবং তাদের শোকাহত পরিবারের জন্য সমবেদনা।
পোষ্ট বহির্ভূত মন্তব্য করলাম।
ভালো থাকবে যাদুকর।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৬
কালো যাদুকর বলেছেন: মিরোরডডল :
আমি ভালই আছি। আপানার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
আসলে আপনার মন্তব্য কিন্তু প্রাসঙ্গিক হয়েছে । মুক্তি + যুদ্ধ, মানুষের মুক্তি কি হয়েছে? না হয়নি । সেটা ৭১ এর পর থেকে এই পর্যন্ত কোন সরকারেরে সময়ই হয়নি । যাদের কথা বলেছেন , ওদের সংখ্যা অল্প ।
সারাদিন শেষে ঘুমানোর আগে ব্লগে আসি একান্ত নিজের জন্য। এই সময়টুকু আমি খুবই এঞ্জয় করি । সমস্ত নেগেটিভ ডিসকাশন বাদ দিয়ে - আমি আমার ভুবনে ডুব দেই । সেখানে সামু আছে, প্রিয় ব্লগারদের মজার মজার লিখা , মন্তব্য , কবিতা ও গল্প আছে।
কাজেই সামু বন্ধ না হলে , বা আমাকে কিক আউট না করলে , যত দিন বেঁচে আছি, এখানে আসবো।
এখানে বাচ্চাদের একটি বাংলা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একটি ১৩ বছরের ছেলে রবীন্দ্রনাথের "সোনার তরি " আবৃতি করল । সেখান থেকেই এই কবিতার আইডিয়াটি আসলো । আমার কবিতার শেষ লাইনে সেই রকম একটি ইঙ্গিত আছে ।
যাই হোক , ভাল থাকুন।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫১
কালো যাদুকর বলেছেন: আপনি কেমন আছেন
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন:
মুক্তি + যুদ্ধ, মানুষের মুক্তি কি হয়েছে? না হয়নি । সেটা ৭১ এর পর থেকে এই পর্যন্ত কোন সরকারেরে সময়ই হয়নি ।
সহমত। সাধারণ মানুষেরা শান্তি পেলো না।
কাজেই সামু বন্ধ না হলে , বা আমাকে কিক আউট না করলে , যত দিন বেঁচে আছি, এখানে আসবো।
Good to know.
তাহলে আমিও আসবো যাদুকরের লেখা পড়তে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪
কালো যাদুকর বলেছেন: সামু বন্ধ হবে না । আপনার মত পাঠকের জন্যই সামু এখনো টিকে আছে । আসলে এখানে সবাই একটা বড় পরিবারের মত ।
আপনার সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৬
বিজন রয় বলেছেন: আটপৌরে জীবনের কবিতা, সাথে সংগ্রাম।
++++++