নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

চিঠি

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪০

তোমার কি কখনো এমন হয় না?
যেমন জীবনে ঘটে যাওয়া কিছু
যেটা একেবারে ভুলে যেতে চাও,
এমন ভাবে ভুলতে চাও যেন মনে হয়
এরকম যদি তোমার জীবনে না ঘটতো।
আমার জন্য আজকের দিনটা এমনি একটি দিন,
এবং অন্তহীন রাত।
আমিও চাচ্ছি সব টুকু ভুলে যেতে,
যখন তোমাকে শুনতে পাই,
কোন কথাতে, গানে,
আমি শুধু ভুলে যেতে চাই
তবু আমি ভুলতে পারি না,
অক্ষমতা আমাকে কুড়ে কুড়ে খায়।

টুকরো টুকরো জমানো স্মৃতিগুলো
যেগুলো সময়ের সাথে সাথে
ক্ষয়ে যায়, ধূসর হয়ে যায়,
ওই গুলো আমি হারিয়ে ফেলছি ক্রমে।
তোমার হাসি, গন্ধ, স্পর্শ সব
হারিয়ে ফেলছি।
তোমার পানের পাতার মত মুখটি
পর্যন্ত আমি ভুলতে বসেছি, আজব।
সবগুলো নয় অবশ্য,
যেগুলো আমাদের ভেতর দেয়াল তৈরি করেছিল সেগুলো নয়।

তোমাকে ভালবেসে আমি নিঃস্ব হয়েছি,
জানি, আমাকে ভালবেসে তুমি শুধু ভুলেই গেছ।
আমার জন্য এটিই যথেষ্ট ,
এই একটু সাময়িক ভালবাসা।

যদি আমাকে প্রশ্ন কর,
আমি স্বীকার করে নেব
আমি ভুলে যেতে চাই।

তুমি ঠিকই ধরেছ
যদি একটি প্রেমের চিঠি লিখতে হয়,
তাহলে তোমাকেই লিখব।

এজন্যই
আমি তোমাকে ভাল বাসি না আর একটু ও
মনে জমে থাকা,
ছোট ছোট কথা, স্মৃতি,
শব্দ, গান, গন্ধ
আমি খুঁজে খুঁজে বের করি,
তারপর সযত্নে একটি একটি করে মুছে দেই।

আমি তোমাকে ভাল বাসি না একটুও
আমার দিন ক্ষণ একেবার ঠিক ঠিক মনে আছে
যেদিন থেকে তোমাকে আর ভালবাসি না।

আমি জানতাম আমাকে থামতে হবে
এবং তোমাকে যেতে দিতে হবে,
এবং তোমাকে না যেতে দিলে,
আমাকে থামতেই হতো।

এই ভাল-
আমি তোমাকে ভাল বাসি না আর একটুও
এই শেষ সময়ে, শেষ রাতে
তাই তোমাকে আমার, এই শেষ চিঠি।





মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: ভালবাসাগুলো এরকমী হয় কবি দা

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪৪

কালো যাদুকর বলেছেন: কবি লিটন দা, ভাল আছেন তো? আজকাল মানুষে মানুষে, ভালবাসা বাসি নেই, কেবলই নিরর্দয়তা। ভাল থাকুন। পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪২

বিজন রয় বলেছেন: সুন্দর একটি কবিতা।

আপনার কবিতা বরাবরই ভালো হয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪৫

কালো যাদুকর বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রানিত হয় সব সময়। অনেক ধন্যবাড বিজয় রয়।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

জিনাত নাজিয়া বলেছেন: এতো বেদনা, এতো ব্যথা ভরা একটা লেখা, পড়তে গিয়েই মন খারাপ হয়ে গেল। কবিকে অনেক ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪৮

কালো যাদুকর বলেছেন: ব্যাথা না থাকলে আনন্দের যে বড় অভাব হত। আপনার মন খারাপ করে দেয়ার জন্য এই কবিকে জেলে দেয়া হোক। ধন্যবাদ।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫১

আরোগ্য বলেছেন: 'ভালোবাসি না' বলা কথাটার মাঝেও ভালোবাসা মিশে আছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪৯

কালো যাদুকর বলেছেন: সত্যি অসাধারণ মন্তব্য। ভাল থাকুন।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২২

শায়মা বলেছেন: অনেক ভালো লাগা!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৫২

কালো যাদুকর বলেছেন: ভাল আছেন শায়মাপা ?
পাঠকের ভাল লাগাতে কবিতার সার্থকতা যুক্ত আছে। ধন্যবাদ।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৩

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৯

মিরোরডডল বলেছেন:




তুমি ঠিকই ধরেছ
যদি একটি প্রেমের চিঠি লিখতে হয,
তাহলে তোমাকেই লিখব।


বাহ!! চিঠি কবিতা সেইরকম হয়েছে।






২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪৭

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩২

মিরোরডডল বলেছেন:




লিংক যায়নি, তাই আবার দিলাম।


২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪১

কালো যাদুকর বলেছেন: এটা আমার একটা ফেভারেট গান। এখন এই গানটি শুনতে হবে, এবং মনও খারাপ হবে।

ক্যাম্পাসে বাচ্চুর এই গান টা লাইভ শুনতে শুনতে কত গল্প হত, কোথায় গেল সেই দিন। শেষ চিঠির মত সে দিন ও হারিয়ে গেছে ।

গানটির জন্য অনেক ধন্যবাদ ।

৯| ০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

মিরোরডডল বলেছেন:





হেলাল হাফিজের সাথে অভিজ্ঞতা নিয়ে যাদুকরের লেখা কিন্তু এখনও পাইনি, অপেক্ষায় আছি।

আরও একটি প্রিয় গান। কিছু কিছু মন খারাপের মধ্যে এক ধরণের ভালো লাগা আছে।

কষ্টের মাঝে সুখ!






০৩ রা অক্টোবর, ২০২৫ দুপুর ২:২০

কালো যাদুকর বলেছেন: এই গানটি কখনো শুনিনি । শুনে আশ্চর্য হলাম। আমার কাছে অবশ্য শিমুল মুস্তফার আবৃতি বেশি ভাল লাগে ।https://www.youtube.com/watch?v=OdpsPdXJf00

হেলাল হাফিজ কে নিয়ে লিখা কঠিন বিষয় । মন খারাপের মধ্য থেকে ভাল লাগা, হুমায়ন স্যার সুন্দর করে বলতেন "দুঃখ বিলাস"। হতে পারে।
~~~~
দুঃখ বিলাস করেই না হয় জীবন গেল ,
সাত সকালের স্বর্ণ বেলা, তিন সমুদ্রের ডাঙ্গা ঘুরে নষ্ট হল,
আমি না হয় ভুল করেছি , ভুল করেছি,
সন্ধ্যা সকাল তোমার ধ্যানে, নিজেকে খুন করেছি ।
পত্র দিও।
~~~~~

দেখি সময় করতে পারলে একটা কিছু লিখব হেলাল ভাইয়ের কবিতা নিয়ে ।








আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.