নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

কাল্পনিক সত্ত্বা

মনোপ্রকাশ

কাল্পনিক সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

একটি হত্যাকান্ড ও চলমান প্রপাগান্ডা

০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:৪৪

অভিজিত্‍ রায়কে কুপিয়ে মারা হল সেদিন ।এটি অবশ্যই খুবই নিন্দনীয় এবং মানবতাবিরোধী কাজ ।নিহত অভিজিত্‍ রায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।অভিজিত্‍ রায়ের মৃত্যুর পর থেকে কয়েকটা শব্দ অনেকবার কানে আসছে ; মৌলবাদ ,জঙ্গীবাদ ,ইসলাম, জামাত শিবির ,ব্লগার ইত্যাদি ।ঘটনার বিশদ বিশ্লেষন এক্ষেত্রে প্রয়োজন ।প্রথমত, রাত ৯ টা বা সাড়ে ৯ টা মানে টিএসসির যৌবন ,যারা টিএসসিতে একবার হলেও গিয়েছেন তারা বিষয়টি বুঝতে পারবেন । তাছাড়া তখন ছিল বইমেলার শেষের দিক ,এক কথায় সেখানে প্রচুর মানুষের পদচারনা ছিল তখন ।দ্বিতীয়ত ,বইমেলা উপলক্ষ্যে পুরো এলাকাটা জুড়ে ছিল তৃতীয় বা দ্বিতীয় স্তরের নিরাপত্তা । ৩০ টিরও বেশি সিসি ক্যামেরা দিয়ে এলকাটি নিরাপত্তা বলয়ের মধ্যে ছিল ।তৃতীয়ত ,ঘটনাস্হল থেকে ৩০ গজের মধ্যেই ছিল পুলিশের কাভার্ড ভ্যান । এখন এই তিনটি বিষয়ের সাপেক্ষে কোনভাবেই হত্যাকান্ডটি ঘটিয়ে পালিয়ে যাওয়া সম্ভব তা মানতে পারা যায় না ।এখন আসা যাক ঘটনা পরবর্তী ব্যাপারগুলোতে ।ঘটনাটি ঘটার পর থেকেই অনেকে এটার সাথে মৌলবাদ ,জঙ্গীবাদ ,ইসলামকে রিলেট করছেন ।ব্যাপারটি হচ্ছে এই ঘটনা কারা ঘটিয়েছে কি কারনে ঘটিয়েছে সেটা তদন্তসাপেক্ষ ব্যাপার ।ঘটনাটি তদন্তের আগেই আমরা বলে দিচ্ছি এটা জামাত শিবিরের কাজ ।বলছি এটি মৌলবাদ বা জঙ্গীবাদ । হ্যা ঘটনাটি জামাত ঘটাতে পারে কিন্তু সেটি শুধুই তদন্তে জানা যাবে ,তদন্তের আগে এটি নিয়ে কথা বলা কোনভাবেই উচিত না ।আর কথায় কথায় মৌলবাদ বা জঙ্গীবাদকে টেনে এনে আমরাকি এদেরকে প্রশ্রয় দিয়ে দিচ্ছি না ।আমার মতে আমাদের দেশে জঙ্গীবাদ নেই বললেই চলে তারপরও আমরা জঙ্গীবাদ জঙ্গীবাদ বলে বাইরে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছি না কি?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:২০

শাহরিয়ার শাফিন বলেছেন: আসলেই, চিন্তা প্রদায়ক।

২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৩৮

কাল্পনিক সত্ত্বা বলেছেন: নিজের নামেই? তাইতো বলি ক্যামনে বল্লা প্রথম কমেন্ট অর্জন করছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.