নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

কাল্পনিক সত্ত্বা

মনোপ্রকাশ

কাল্পনিক সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

সাবধান !

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৩

জাতীসত্ত্বা বা জাতীয়তা একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়ের যায়গা । জাতীয়তা মানুষকে তার দেশের প্রতি দায়বদ্ধ করে তোলে ।আমরা বাংলাদেশী ।এটিই আমাদের সবচেয়ে বড় পরিচয় । আমরা সেই জাতি যারা নিজের ভাষার অধিকার অদায় করেছি রক্ত ঝরিয়ে । আমরা সেই বীরের জাতি যারা ইংরেজদের পরাজিত করেছি ।আমরা সেই জাতি যারা পাকিস্হানকে পরাজিত করে স্বাধীনতা এনেছি । বাংলাদেশ আমাদের অনেক গর্বের একটি জায়গা । ইতিহাস বলে আমরা অতীতে বহু শত্রুর মোকাবেলা করেছি । ইংরেজ ,পাকিস্হান কেউই আমাদের দমিয়ে রাখতে পারে নি ।
বর্তমান প্রেক্ষাপটে আমরা নতুন শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে ।তারা আমাদের জাতীয়তা ,স্বকীয়তা , অস্তিত্বকে যতরকমভাবে আঘাত করা যায় তার সবই করছে । সীমান্তে প্রতিনিয়ত লাশ পড়ছে ।ফেলানীকে আমরা ভুলি নি ।একজন ফেলানী পাদপ্রদীপের আলোয় এসেছে এমন আরো অনেক ফেলানীর বিষবাষ্পের মত শেষ নিঃশ্বাস পড়ছে সীমান্তে । সীমান্ত ডিঙিয়ে তারা আমাদের জেলেকে মেরে রেখে যাচ্ছে ।
তীস্তা নদীর পানি আজও আমরা পাই নি ।কৃষকের ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে পানির অভাবে ।অনেক আশ্বাস শুনেছি আমরা । ' বাংলাদেশকে আমার নিজের দেশ মনে করি ' ধরনের অনেক কথাবার্তা শুনেছি ।কিন্তু গঙ্গায় পানি আসে নি ।
আমাদের বুকের উপর দিয়ে প্রতিনিয়ত চলছে ৪০ চাকার ভিনদেশী লরি ।ব্রীজ রাস্তা ভেঙে যাচ্ছে ।আমাদের কৃষকরা রাজধানীতে পন্য সরবরাহ করতে পারছে না ।
আর আমাদের উপর চলছে ক্রমাগত সাংস্কৃতিক আগ্রাসন । আমাদের আকাশসীমায় তাদের দেশের চ্যানেলের রাজত্ব । আমাদের যুবসমাজকে লক্ষ্য করে তারা অশ্লীল ও অসামাজিক ছবি ,গান ,নাটক ছড়িয়ে দিচ্ছে ।আমাদের শিশুদের মুখে সুকৌশলে আওড়ে দিয়েছে হিন্দি ভাষা ।আর নারীদের কেন্দ্র করে চলছে নাটক নামক অখাদ্যের জমজমাট ব্যবসা ।
এত শোষন ! এত অত্যাচারের পরও আমরা বিশ্বাস করব তারা আমাদের বন্ধু ?!
হাস্যকর বটে !
তবে সবশেষে তাদের উদ্দেশ্যে ; বাংলাদেশকে চিনতে তোমরা ভুল করেছ ।বাংলাদেশীদের যুদ্ধ জিততে অস্ত্র লাগে না ।অতীতে কেউ টিকতে পারে নাই তোমরাও পারবা না ।সাবধান !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.