নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন রাঙা বা ভাঙা ভোর দেখিনি ,
সস্তা মনে তোমার স্মৃতি ;
এই ইট কাঠের কুঁড়েঘরে
আবেগহীন ,ভিন্ন
অদ্ভুত এক রীতি !
তখন আমি ছোট ছিলাম ,
বুঝতে পারিনি ;
তখন আমি বোকা ছিলাম ,
বলতে পারিনি ;
আর এখন ,?
নিজেকে বড় আর চালাক ভেবে
যতবার তোমার সামনে গেছি ,
যতবার তোমার চোখে চোখ রেখেছি ;
ধোঁয়াটে হৃত্পিন্ডটা ধড়ফড় করে বলেছে
ওরে থাম ! কি করছিস !
আর তোমার নির্লিপ্ত চাহনি
আমায় আশ্বস্ত করেছে ,
আগামীর ভোরগুলো একসাথেই দেখব বলে !
সেদিন সূর্যগ্রহন ছিল ,
বোকা আমি চন্দ্রগ্রহন ,চন্দ্রগ্রহন করে আস্ফালন করে অতঃপর দেখি ;
যে সূর্য চাঁদকে আলো দিয়ে গেছে অবিরাম
তাও তার ঔয্যল্য কমেনি এতটুকু,
সে কেমন কালো হয়ে গেছে ,
বার্ন ইউনিটে পল্লীর এসিডদগ্ধ
নারীর মুখের মত !
ভয় হল !
যেখানে মহাজাগতিক সূর্য রঙ বদলে ফেলে ,
সেখানে আমরা তুচ্ছ মানুষ ।
তুমি থাকবেতো ?!
অনেকদিন ভোর দেখিনা !
দুজনে একসাথেই দেখার কথা ছিল ,
সূর্যগ্রহনে চাঁদের বিলোপ
আমায় একা করে দিয়ে গেছে ।
তাই একাই দেখি
নতুন আলো ,নতুন আশার
এক পুরোনো ভোর ! !
©somewhere in net ltd.