নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

কাল্পনিক সত্ত্বা

মনোপ্রকাশ

কাল্পনিক সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

অনেকবছর পর কিংবা তুমি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

অনেক বছর পর
মিছে সংসারে আবদ্ধ তুমি,
মুখের মিষ্টি তিলটা হারানোর
জোগাড়
আর ভালোবাসা?
সেতো হারিয়েই গেছে,
অগোচরে

আচ্ছা? আচ্ছা?
তোমার জন্মদিনে যে
দুটাকা দিয়ে বেলী ফুলের একটা
মালা কিনে দিয়েছিলাম
মনে আছে?
মালাটা কোথায়?

আচ্ছা? আচ্ছা?
তোমার জন্য যে
সাগরপাড় থেকে
ঝিনুক এনেছিলাম,
শঙ্খ এনেছিলাম
ওগুলা কোথায়?

আচ্ছা সেই দিনটা কি মনে পড়ে
যেদিন তুমি চুপচাপ ঘুমিয়েছিলে
আর আমি,
তোমার মুখে যে
পৃথিবীকে ভুলে যাওয়ার মত
একটা দ্যুতি ছিল
তাই দেখছিলাম !

কি নিষ্পাপ সে ঘুম ,
কি সুন্দর সে পৃথিবী !
জানো আমি এখনো
স্বপ্নে দেখি ,
তুমি আর আমি পাশাপাশি বসে
আর রোকেয়া বা সখিনা নামের
পাতাকুড়ানি মেয়েটি
তোমাকে আমার দেয়া মালাটা
পড়িয়ে দিচ্ছে !
মাঝে মাঝে দুঃস্বপ্ন মনে হয়
নিছক দুঃস্বপ্ন।।

এই জানো?
তোমার সেই চুড়িটা,
হ্যা ওই যে তুমি দিয়েছিলে
ওটা সেদিন খুজে পাচ্ছিলাম না
পরে হন্যে হয়ে খুজে দেখি
বেশ যত্নেই আছে ।

একটা সময় তোমাকে ভালোবাসতে
বাসতে
ক্লান্ত হয়ে পড়েছিলাম!
এ ক্লান্তি নেশা ধরিয়ে দেয়
তোমার নেশা!

হ্যা
ভালো থাকবে ,
ভালো রাখবে
আর ছড়িয়ে দিবে তোমার নেশা
দুর্লভ ভালোবাসা।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

blackant বলেছেন: এই যে ভাই ? প্রেম নিয়ে কবিতা এত কবিতা , ব্যাপার কি !


ভাল হয়েছে ,
মে ইওর হ্যন্ড মোর বি মোর প্রোলিফিক ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

কাল্পনিক সত্ত্বা বলেছেন: ইয়ে মানে ভাই ,এগুলা অনেক আগের কবিতা ,ফেবুতে দেয়া ছিল ।
এখন এখানে দিলাম আরকি

ধন্যবাদ আর দোয়া করবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.