নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তদ্ভব আকাশে তত্সম নীল খুঁজে যাই,
আর তোমার 'অর্ধতত্সম আবেগ' আমায় প্রকৃতিতে মিশে গিয়ে
প্রত্যয় খুঁজে বেড়াতে বলে !
আমি নিশ্চুপ,
আঁধার ঘনিয়ে আসছে
নীলাভ কালো আঁধার,
ভ্রান্তির শেষে
আমায় চিরচুপ করিয়ে দিবে !
আমার সস্তা স্মৃতি ঝুলে রবে
কৃত্রিমতা ছাড়িয়ে,
আক্ষরিক অর্থেই সস্তা !
রোদ শেষে বৃষ্টি আসার কথা থাকলেও
আমার প্রলাপে ,
রোদ বৃষ্টি উধাও !
আকাশ কেমন ঘোলাটে ,
গম্ভীর
তোমায় আমার হতে দিবেনা বলে
নিয়তি স্হির !
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭
কাল্পনিক সত্ত্বা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
মাধব বলেছেন: সুন্দর কবিতা।