নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

কাল্পনিক সত্ত্বা

মনোপ্রকাশ

কাল্পনিক সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

বিবিধ

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২

আজকে একটা আকাশ দেখিছি ,রাস্তার
মোড়ে বিলবোর্ডে মেয়েটি যে বেগুনী
রঙের জামা পরে আছে সে রঙের । হ্যা
বেগুনী আকাশ ,মাঝে মাঝে আবার গাঢ়
নীল ।
ওদের যানের ধোঁয়া , নিকোটিনে আকৃষ্ট
কিছু মানুষের ফুসফুস বিদীর্ন ধোঁয়ায়
কোথাও কোথাও ধূসর ! আবার ঐ কোনে
চায়ের দোকানের চুলায় কেরোসিন নেই
বলে যে কালো ধোঁয়াটা উঠছে সেটা দিয়ে
একফোঁটা আকাশ কালো রঙের ।
এই বিশাল বেগুনী-নীল-ধূসর -কালো
আকাশটা অদ্ভূতভাবে সবকিছুকে ঢেকে
রেখেছে ।
যে মেয়েটি সবে মাত্র সতীত্ব বিসর্জন
দিয়ে এসেছে তার পাপও যেমন ঢেকে
রাখে ঠিক তেমন যে কিশোরকে মা
চাপাতা কিনতে বাজারে পাঠিয়েছে আর
সে টাকা সে এক অন্ধ ভিখিরিকে দিয়ে
মাকে গিয়ে বলেছে 'টাকা হারিয়ে ফেলেছি'
তার পূন্যকেও ঢেকে রেখেছে !
আকাশটা বড় বেহিসেবি
শুধু ঐ কিশোরকে ঢেকে রাখলেই হয়
অসতী মেয়েকে ঢাকার কি দরকার !
'শাক নেন শাক ' বলে যে
কিংবদন্তীতূল্য মানসিকতার লোকটি
শাক বিক্রি করছে তাকে ঢেকে রাখলেই
হয় , কালো কাঁচে ঢাকা স্বযানে বসা
ঘুষখোর বসকে ঢাকার কি দরকার !
কি হল ,ঐ কোনের আকাশটার রং
আবার কমলা কেন?
আচ্ছা এই আকাশটার এত রং কেন ?
আমি কি নেশা করেছি নাকি আকাশটাই
নেশা করে আছে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

মাকড়সাঁ বলেছেন: অসাধারণ লিখেছেন।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

কাল্পনিক সত্ত্বা বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

অভ্রনীল হৃদয় বলেছেন: ভাল লাগলো।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

কাল্পনিক সত্ত্বা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.