নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার হারানো ছায়া
খুঁজতে গিয়ে হারিয়ে গিয়েছি
মধ্যবিত্তের জীবনের আকাবাঁকা
অথচ নিশ্চুপ শান্ত গলিতে ,
অভাব -অনটন ,সুখ , ঝগড়া ;
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ,
জীবনযাত্রা ব্যয় আর
আত্মসম্মানবোধ নিয়ে
গভীর চিন্তা ;
অতঃপর শান্তির ঘুম !
পবিত্র !
মধ্যবিত্ত !
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
কাল্পনিক সত্ত্বা বলেছেন: ধন্যবাদ
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২
রাতুল_শাহ বলেছেন: " অত:পর শান্তির ঘুম "
একটু বুঝাইয়া বলেন।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০
মাকড়সাঁ বলেছেন: কিংকর্তব্যবিমূঢ় মধ্যবিত্ত !
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
কাল্পনিক সত্ত্বা বলেছেন: অতঃপর শান্তির ঘুম বলতে বুজাইছি কোটি টাকা থাকলেও কেউ ঘুমাতে পারেনা অথচ সব অভাব চিন্তাভাবনার পর মধ্যবিত্ত ঘুমায় শান্তির ঘুম
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কথামালা