নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রকমারি মনুষ্যত্বের হরেক রকম বিসর্জনে
চকচকে পতিতা হয়ে উঠে ঠিকানা,
তোমার দৌরাত্ম , ক্রুরতা সবইতো জানা !
সকালবেলার আবেগপ্রবন ভালোবাসা পুরোটাই তোমাদের মিথ্যা ,
আর রাত্রিবেলার তোমাদের
ভালোবাসার শারীরিক প্রয়োগ
ধর্ষন ছাড়া কিছু নয় !
হয়ত তোমরা শরীরকে ধর্ষন করছ না ,
কিন্তু মনকে ধর্ষন করছ অবিরাম
পশুর মত,
রাস্তার কুকুরের মত ।
পতিতাকে ধর্ষন করা যায় না
পতিতা ধর্ষিত হওয়ার জন্য প্রস্তুত !
কিন্তু মন ? মন চায় এক স্নিগ্ধ বেলীফুলের সহজতা !
চকচকে পতিতার
আঁটসাট পোষাকের মাঝে
একটা কচি মন থাকে ,
টোকা দিলেই ভেঙে যাবে এমন !
তুমি সমাজপ্রভু ,
তুমি সমাজ সংস্কারক ,
তুমি বাধ্য সন্তান ,
তোমার মত স্বামী হয়না ,
তুমি ন্যায়বিচারক ,
তুমি ভূমি মন্ত্রনালয়ের ঘুষ না খাওয়া কর্মচারী ,
কিন্তু রাতে তোমার সব পরিচয়
আমার স্তনে শেষ !
আবার সমাজে গাঁজাখোর নামে পরিচিত ছেলেটি
আমার রক্তধারা বন্ধ করেছিল !
তুমি ধর্ষক
তোমার মানষিকতা ধর্ষক
তোমার পবিত্র সমাজ ধর্ষক !
চলে এসো আমি প্রস্তুত ,
পতিতাদের ধর্ষিত হতে হয়না
তারা স্বভাবতই ধর্ষিত ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
কাল্পনিক সত্ত্বা বলেছেন: সেটাতো আমার লেখার বিষয় ছিলনা ,তবে মতামতের জন্য ধন্যবাদ
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
কাল্পনিক সত্ত্বা বলেছেন: সেটাতো আমার লেখার বিষয় ছিলনা ,তবে মতামতের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৫
নাজমুল হাসান রেদোয়ান বলেছেন: শারিরীক ধর্ষনের অর্ধেক বিশ্লেষন করেছেন। কিন্তু পৃথিবীতে আজ যে পরিমান নারী ধর্ষিত হচ্ছে তার থেকে খুব বেশি কম হচ্ছে না পুরুষ ধর্ষন।নারী শারিরীক আর পুরুষ মানসিক।