নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

কাল্পনিক সত্ত্বা

মনোপ্রকাশ

কাল্পনিক সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

\'তুমি\'টা

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১০

উড়ে যাওয়ার আলাদা সুখ আছে ,
উড়ে গেলে তুমি থাক না,
উড়ে গেলে তুমি থাক ।
উড়ে গেলে কবিতা থাকে মাথায় ,
উড়ে গেলে তোমায় পাই নিজের করে ,
কুয়াশাঢাকা তুমিহীন ভোরে !

উড়তে উড়তে মাটিতে নামতে পারি ,
আবার নামতে নামতে উড়তে পারি !

উড়লে আমি বেশ্যাকে দেখি মানুষ হিসেবে ,
কোন পশু বা ছালবাকল উঠা কোন নেড়ী কুত্তি নয় !
উড়লে আমি রিকশাওয়ালাকে দেখি
সত্‍পথে কিংবা ঘর্মাক্ত জীবনযাপনে ,
রেমন্ডের কোট পরে হীম হাওয়ায় নয় !


উড়ে গেলে তোমায় পেতে চাই
তোমার গন্ধ পাই ,
তোমায় আলতো ছুঁয়ে যাই ,
আবার উড়ে উড়েই তোমাকে হারাই !

তোমার নেশার সিরিন্জটা
অন্য হাতে ঢুকছে ,
অনাবিল আনন্দ আর মোহচ্ছন্ন
হয়ে নতুন হৃদয় তুমি নামক নেশায় আচ্ছন্ন হচ্ছে !
সিরিন্জটা আলাদা কিন্তু তুমিটা এক !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.