নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

কাল্পনিক সত্ত্বা

মনোপ্রকাশ

কাল্পনিক সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ,ব্লগার ,মুক্তমনা !

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

বেশ কিছুদিন আগেকার কথা । ব্লগ একাউন্টটা মাত্র খুছলি তখন , কয়েকটা কবিতা আর একটা গল্প লিখছি । ফেসবুকে এবাউটে ওয়ার্কস এট সামহোয়ার ইন ব্লগ এজ আ ব্লগার দিলাম মাত্রই । তিন চারদিন পরের কথা , বাইরে থেকে বাসায় আসলাম ,দেখি আম্মার মনমেজাজ খুব একটা ভালোনা । চুপচাপ শুয়ে আছি ,হঠাত্‍ আম্মা বলতেছে তুই এতটা নষ্ট হয়ে যাবি আমি ভাবিও নাই !
আমিতো অবাক , আমি বল্লাম কি বলতেছ , আমি কি করলাম !
আম্মা বলতেছে , ছি ! তুই ব্লগার !

শুধু আমার আম্মা না , দেশের অনেক মানুষের কাছে এখন ব্লগার একটা গালি ! অনেকে জানেই না ব্লগ কি জিনিস ,তাও তারা ব্লগার বলতেই বুঝে নাস্তিক ,ধর্মঅবমাননাকারী !

আসলে দোষটা তাদের না , ব্লগ জিনিসটার সাথে পরিচিত হবার আগেই তাদের কাছে পৌছে গেছে ব্লগে ধর্ম নিয়ে উল্টাপাল্টা লিখা হয় আর এই কাজ করে ব্লগাররা । তারা হয় গোঁড়া নাস্তিক !

ব্লগ একটা মানুষের মতামত প্রকাশের একটা মাধ্যম ,যেকোন ব্যাপারে আপনি আপনার মতামত জানাবেন । কিন্তু কোন ব্যক্তি বা
জনগোষ্ঠীকে আক্রমন বা হেয় করে কোন বক্তব্য আপনি দিতে পারেন না ।কতিপয় ব্লগার তাদের ব্লগে ইসলাম ধর্ম ,আল্লাহ ,নবী ইত্যাদি নিয়ে অত্যন্ত আপত্তিকর এবং খুবই নোংরা কিছু বক্তব্য দিয়ে নিজেদের মুক্তমনা হিসেবে পরিচিত করতে গিয়ে কলুষিত করে দিয়েছেন ব্লগ ,ব্লগার ,মুক্তমনা এই শব্দগুলাকে ।

আপনি হতেই পারেন নাস্তিক ।সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার । আপনি কোন ধর্মে বিশ্বাস করবেন বা আদৌ ধর্মে বিশ্বাস করবেন কিনা সেটা আপনার নিজের উপর । কিন্তু কোন ধর্মকে গালাগালি করার অধিকার আপনার নাই ,হোক সেটা ইসলাম ,হিন্দুইজম বা অন্যকিছু । আর এসব ব্লগারকে আমার পাগল বা অপ্রকৃতস্হ ছাড়া কিছু মনে হয় না । কোন কারন ছাড়াই ধর্ম নিয়া আজেবাজে কথা বলে তারা খুব মজা পান যেটা তাদের বিকৃত মস্তিষ্কেরই প্রকাশ ।

আরে ভাই মুক্তমনা হতে হলে আপনারে ধর্ম নিয়া আজেবাজে কথা কেন বলতে হবে !

এসব পাগল ছাগলদের জন্যই ব্লগার শব্দটাই আজকাল গালি হয়ে গেছে । নিজেরে ব্লগার পরিচয় দিতেই লজ্জাবোধ করি !

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

উড়োজাহাজ বলেছেন: অবশ্যই এরা বিকৃতমস্তিষ্কের অধিকারী। এদের ব্যক্তিজীবন খেয়াল করে দেখবেন প্রচণ্ড অসুখী, বিশৃংখল। বিকৃত ভোগ-বিলাসই এদের জীবনধারা।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫

কবি এবং হিমু বলেছেন: ভাই,আপনার সাথে একদম মিলে গিয়েছে।আমি একটা লেখা ফেসবুকে শেয়ার দিয়েছিলাম।আমার মা স্কাইপ এ কি কান্না টাই না করছে।মা মনে করে ব্লগার মানেই নাস্তিক আর চাপাতির আঘাত।মাকে বললাম আমি তো নাস্তিক না।কে শুনে কার কথা।আসলে মানুষ এমন একটা ধারনা পোষন করে ব্লগারদের নিয়ে যা প্রকাশ করার মতো না।ঢাকা একটা নামকরা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে আমার আপন ছোট ভাই পড়ে সে ও আমাকে উপদেশ দেয় ভাই।বলে আমার নাকি খেয়ে দেয়ে আর কোন কাজ নাই আমি ব্লগারের খাতায় নাম লেখাইছি।কবে যে জাতির মাথা থেকে ব্লগার নামের ভূত নেমে যাবে তা আল্লাহ জানেন।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪

বর্ণিল হিমু বলেছেন: ভাই বড় আবেগ নিয়া লিখাটা লিখেছেন...... আহা আহা বেশ.....!

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

কাল্পনিক সত্ত্বা বলেছেন: উড়োজাহাজ সহমত আপনার সাথে

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬

কাল্পনিক সত্ত্বা বলেছেন: কবি এবং হিমু ভাই এই জাতি সবদিক দিয়াই অসহায় ।আমরাও অনেক দুর্ভাগা

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭

কাল্পনিক সত্ত্বা বলেছেন: আবেগ দিয়া লেখছি কে বললো আপনাকে ভাই !
আমিতো ভাই বাস্তবতার সাপেক্ষেই লিখলাম

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২২

সজিব্90 বলেছেন: আমি আপনার সাথে ও উড়োজাহাজের সাথে সম্পূর্ণ একমত।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩৯

আরব বেদুঈন বলেছেন: যা বললেন ভাই একমত

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২০

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: কি অবস্থা ,হায় আল্লাহ।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

গেম চেঞ্জার বলেছেন: মন্তব্যের উত্তর না দিয়ে আপনি আরেকটি মন্তব্য করছেন। এতে নোটিফিকেশন যাচ্ছে না। আপনি এ লেখাটি পড়ুন। কাজে লাগতে পারে।
সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.