নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন বিক্রির দায়ে আমি চাইলেই তোমাকে আসামী করতে পারি,
অন্ধকার ছাড়া আলো এনে দেয়ার কথা বলায়
আমি রাগ করতেই পারি!
আবার,
সবুজের মাঝে ভবিষ্যৎ দেখানোয় ৩০২ ধারায় তোমায় দন্ডিত করতে পারতাম,
অথবা স্নিগ্ধতায় ভাসানোয়
তোমার প্রানভিক্ষার আবেদন মঞ্জুর করতেই পারতাম!!
আগুনে পোড়া ঝলসানো ভালোবাসা বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত হয়ে তোমাকে শাস্তি দিতেই পারতাম!
পরিবেশবান্ধব ভালোবাসা না রাখার দায়ে
পরিবেশ বাঁচাও আন্দোলনের ব্যানারে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতেই পারতাম!
তোমার ভালোবাসার ফাসিঁ কার্যকর হবে
বারটা এক মিনিটে কিংবা বারোটা পঁয়তাল্লিশে,
দু দুটো এম্বুলেন্স পুলিশের পাহারায় অপেক্ষা করছে
জল্লাদ শাহজাহান প্রস্তুত!
প্রিয়া, এই ফাঁসি আমি মানিনা
এ বিচারিক হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাই!!
প্রিয়া দোহাই লাগে তোমার প্রশ্নবিদ্ধ ভালোবাসা ফিরিয়ে নাও,
প্রিয়া এই ফাসিঁ আমি মানতে পারছি না।
দোহাই লাগে তোমার ভালোবাসা ফিরিয়ে নাও।।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪
কাল্পনিক সত্ত্বা বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭
বিষন্ন পথিক বলেছেন: চমৎকার
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
কাল্পনিক সত্ত্বা বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
মাধব বলেছেন: কবিতার চলার পথে দেখা হবে একদিন। ভালো থাকুন।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
কাল্পনিক সত্ত্বা বলেছেন: ধন্যবাদ। দোয়াপ্রার্থী
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
জনম দাসী বলেছেন: ভালবাসার মত ভালবাসলে কি তা কখনও ফিরিয়ে নেয়া যায়?
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
কাল্পনিক সত্ত্বা বলেছেন: সেটা প্রসংগসাপেক্ষ ব্যাপার নয় কি?
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
জনম দাসী বলেছেন: যদি ভালোই বাসলে তবে প্রসংগ তুচ্ছ, পৃথিবীর সমস্ত শক্তি তুচ্ছ। প্রসংগ টেনে ভালবাসা খতম করা... সে কখনও হৃদয়ের গহিন ভালবাসা হতে পারেনা। মানিনা। ভাল থাকুন সত্ত্বা সব সময় দোয়া রইলো অশেষ।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
কাল্পনিক সত্ত্বা বলেছেন: হয়ত আর হ্যা ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার একটা আলাদা ধাঁচের লেখা।