নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

কাল্পনিক সত্ত্বা

মনোপ্রকাশ

কাল্পনিক সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

মেয়াদোত্তীর্ন স্বপ্ন

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

ঘুমন্ত বেড়ার ফাঁকে ঘুম ভাঙানিয়া রোদ ওঠে ,
আর নির্ঘুম ঘরবাসী ক্লান্ত চোখে
বেড়ার কুঠুরী গুনে ।
উদাস প্রজাপতি উড়ে যাক
সিগারেটের শেষ টানটাও থাক !

মধ্যরাত্রে ঘুম আসে,
ঘুম আসেনা ।
চোখ লাল হয় ,
চায়ের কাপটা ঠান্ডা হয়
উষ্ঞতা বিলিয়ে ।

কালো কাক লাল বিজ্ঞাপনে
খয়েরী হয়ে যায় ,
মাস শেষ পকেটে জীবিকা ফুরায় ।
মাস শুরু , অভাব বেড়ে যায় !

স্বপ্নের হাটে কেজিদরে স্বপ্ন বিক্রি হয় ,
তুমি কিনলে বিদেশী বহুজাতিক স্বপ্ন ,
তোমার স্বপ্ন টিকে গেল !
আমার স্বপ্নের প্যাকেট ছিল মেয়াদোত্তীর্ন !

এত স্বপ্ন দিয়ে কি হবে ,
শীতের রাতে বন্ধুসঙ্গ স্বপ্নের চেয়ে
বড় পাওনা নয় কি ?

আমার রঙিন মোড়কের স্বপ্ন চাইনা ,
আমার বহুজাতিক কোম্পানির স্বপ্ন চাইনা ,
মাসশেষে পকেটটা খালি থাকুক ,
মাসের শুরুতে পকেটটা খালি থাকুক ,
স্বপ্নগুলো মেয়াদোত্তীর্নই হোক !
সিগারেটের শেষ টাননা থাক ।

তুমি স্বপ্নের হাটেই ঘুরে বেড়াও
আরেক প্যাকেট স্বপ্ন কিনবে বলে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

কাল্পনিক সত্ত্বা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.