নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

কাল্পনিক সত্ত্বা

মনোপ্রকাশ

কাল্পনিক সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

অস্বীকৃত ভবিষ্যত

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩২

ভবিষ্যত যে আকাশে বা যে গাছে বা যেখানে ঝুলে আছে সেখানে যেতে চাই ;
আকাশটা অস্বীকার করব বলে ,
গাছটা উপড়ে ফেলব বলে !
ভবিষ্যতের বর্তমানময়তার হন্যে হয়ে মানবিকতা ,পার্থিবতা অথবা জীবনের অর্থ বিকৃত বা পুরোপুরি অস্বীকার করে বাঁচতে চাইনা ।

জানালাটা তুমি খুলে রেখেছ
আলোটা তাই ভিজে যাচ্ছে ,
পোকাটা খুব ভয় পাচ্ছে
জোছনাটা অর্ধেক এসে আটকে গেছে !

চন্দ্রাহত ,শব্দাহত কিংবা সুরাহত যাই বলিনা কেন
কোন এক আহত সত্তা উড়ে যাচ্ছিল ;
আমি আটকে দিলাম
কফিটা শেষ করে যাও !

বিলাশাহত মন যখন কুঁড়েঘর খুঁজে ,
কুঁড়েঘর ভূমি অফিসের সত্‍ কর্মচারী হয়ে যায়
অধরা ,অনড় আর দুষ্প্রাপ্য !

ভবিষ্যত বিলাশ চায়
আর বিলাশ কয়েদী চায় !

তৃষিত সবুজ পাতা
পানি চায় ,পানীয় না ।

করুন চোখে উদভ্রান্ত ভবিষ্যত নিয়ে ভাবিনা ,
তাই অতীতও হাতছাড়া হয়
সম্বল বর্তমানই ।

জানালাটা বন্ধ হোক ,
ঠান্ডা বাতাস বেড়ে যাক ,
পঙ্গপাল বেঁচে থাকুক
রক্তের আশায় !

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: জানালাটা তুমি খুলে রেখেছ
আলোটা তাই ভিজে যাচ্ছে ,
পোকাটা খুব ভয় পাচ্ছে
জোছনাটা অর্ধেক এসে আটকে গেছে !
চমৎকার

জানালাটা বন্ধ হোক ,
ঠান্ডা বাতাস বেড়ে যাক ,
পঙ্গপাল বেঁচে থাকুক
রক্তের আশায় ! অনেক অনেক ভাল লাগা এখানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.