নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

কাল্পনিক সত্ত্বা

মনোপ্রকাশ

কাল্পনিক সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

ঐষধিত মস্তিষ্ক ,তুমি

২৭ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০০

মৃত্যুর কুলকিনারা পাইনা
চায়ের মগ উড়ে যায়
চিন্তার ঝড় অবসন্ন বানায় ,
আমি কে ?
জন্ম কি ?
মৃত্যু কি ?
জন্মালাম কেন ?
মরব কেন !

ঐশ্বরিক ভাবনা আখড়ায় উঠে
জগত বদলে যায় ,
ধোঁয়া উড়তে থাকে
গাঢ় সাদা ধোঁয়া ।

জন্মের শেষ কোথায় ?
মৃত্যুর শুরু জন্ম
তাহলে জন্মের শুরু কই ?
মস্তিষ্ক চক্কর দেয় ।
আরেক টান ,
আরো গভীরে !

আমি কে ?
আমি মিলে আমরা
আমরা মিলে কি ?
মদের গ্লাসে হেডলাইটের আলো
বিদেশবিভূয়ে মোহ একটা ।

তুমি নিভে গেছ
মুছে যাবা
আবার নিউরনে নাড়া দিবা !

বারবার মস্তিষ্ক ঘুরে উঠে
উত্তরহীন ঔষধিত মস্তিষ্ক ,
উত্তর না দেক
অকর্মাতো না ।

তুমি তুমিরে
আমি তুমিরে
তুমি ধোঁয়ারে !

বিভব পৌষ নরম রোদে
কৃত্রিম শীত ছড়ায় ,
তোমার মত রে !

তুমি উলটপালট
তুমি গাজা ,
তুমি পাগলা ঘোড়া
বিষন্ন ভাঙচুর !

তারচে বরং তুমি
উড়ে যাও ,
নাহয় উবে যাও ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: ফিনিশিং টা ভাল লাগল বেশ।
দারুণ লিখেছেন।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

কাল্পনিক সত্ত্বা বলেছেন: অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.