নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

কাল্পনিক সত্ত্বা

মনোপ্রকাশ

কাল্পনিক সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

কবিতা জন্ম দিলাম বলে কি...

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১

কবিতা জন্ম দিলাম বলে কি
রুদ্ধশ্বাস অগ্নিযন্ত্রনাও নিতে হবে ?
পোড়া মাংস আর ধুমায়িত সভ্যতা কি আমাকেও দিবে ?

শঙ্খচিলের পাখনা ছিঁড়ে
আগুন জ্বালিয়ে ছোট নীড়ে ,
এক গ্লাস প্রকৃতি খাঁচায় ঢেলে তার
সৌন্দর্য উপভোগ করার অপরাধ কি আমাকেও দিবে?

সবুজ চুরি করে
ধোঁয়ার অভয়ারন্য গড়ে তোলায়
কার্বন বুক চিতিয়ে সবুজকে মধ্যাঙ্গুলি দেখায় ,
কবিতা জন্ম দিলাম বলে কি মধ্যাঙ্গুলিও দেখতে হবে?

রক্তজবা ,হাসনাহেনা বা পলাশ বা বেলী
ফরমালিন কাঁচপাত্রে ডুবন্ত সাজানো ,
কৃত্রিম কচি মস্তক দেখবে বলে !

কবিতার জন্ম দিলাম ,
তাই বলে নির্দয় চলে যাওয়া দেখতে হবে ?
মূহুর্তের রং বদলানো দেখতে হবে ?
তাহলে অক্টোপাসের সাথে তোমার তফাত্‍ কই ?
নাকি নিজেকে বিকিয়ে দিব্যি
প্রাচুর্যের গাঁজার পিছনে ছুটছ?

না ,
আর কবিতা জন্ম দিবনা ,
আর ধুমায়িত সভ্যতায় ডুব দিবনা ,
আর মধ্যাঙ্গুলি দেখব না ,
আর তোমাকে চাইব না ।
লাল চোখে ,গোলমেলে মস্তিষ্কে
আর কতটুকুইবা পাব !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা

০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

কাল্পনিক সত্ত্বা বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর ।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

কাল্পনিক সত্ত্বা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.