নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রহস্যাবৃত শহরের বুকে ধানের শীষ নাই ,
কলমিলতা নাই ,
সোঁদা গন্ধ নাই ,
মাটির দেখা খুব কষ্টে মিলে !
চকচকে নিয়ন আলো
অনেক শহুরে কবির জন্ম দেয় ,
নির্বাক চারুকলায় অনেক প্রেমের উপাখ্যান লেখা থাকে ।
বব মার্লের ছায়ায় কুদ্দুস বয়াতী বা টুনটুন বাউল নিষ্প্রভ হয় ,
না , মাটির গন্ধ পাইনা !
তৃষিত মন যখন মাটির খোঁজে ,
উদ্দাম আকাশবানী রং ছড়ায় ;
শিকড় ভুলে যাই
নিয়ন আলো হয়ে যাই ।
আমার আকাশটাও আবার ক্ষয়ে যাচ্ছে ,
আমার সবুজগুলাও নাই হয়ে যায় !
ভালোবাসা দিয়ে কি হবে যদি শিকড় না পাই?
নিয়ন বাতি দিয়ে কি হবে
জোনাক দিয়ে মন সাজাই ।
আমার একটা গ্রাম লাগবে ,
আমার একটা আকাশও লাগবে ,
আমার শিকড়টা বড় মলিন ,
অনাধুনিক !
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
কাল্পনিক সত্ত্বা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
কল্লোল পথিক বলেছেন: নির্বাক চারুকলায় অনেক প্রেমের উপাখ্যান লেখা থাকে ।
বব মার্লের ছায়ায় কুদ্দুস বয়াতী বা টুনটুন বাউল নিষ্প্রভ হয় ,
না , মাটির গন্ধ পাইনা !
চমৎকার।