নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশিরটা উঠে গেছে
সূর্য ঝরে পড়বে এখনি ,
নেশার চূড়ায় পৌছে আমি
তোমায় ভুলার প্রহর গুনি !
সেদিন শালিকডাকা বিলে
শাপলা ফুলের সৌন্দর্য দেখেতো
বলেই ফেললাম -
তুমি তুমি করে এত কি হবে ,
অনেককিছুই ছিটিয়ে রাখা চারদিকে ,
দেখব শুধু !
ফোঁটা ফোঁটা ছাই জমে
আগুনটা আবার ঢেকে যাচ্ছে ,
রোদের কিনারায় মন খারাপের দলও আছে !
সবকিছু কেন যেন পরিকল্পিত ,
কালো ঠোঁটে বুলি ফুটেনা ,
তুমি না থাকলেই বরং
একটা জ্বলন্ত শান্তি পাই !
সেদিন কবিতা লেখা ভুলে গিয়েছিলাম ,
তোমায় মনে পড়ল
কবিতাও চলে এল !
থাক্ ,
আর হতাশ হয়ে কি হবে ?
তারচে বরং ,
নিজেকেই ভুলে যাই ।
আমি বলে তোমার
কেউ নাই ,
আমি বলে আমার
কেউ নাই !
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লিখেছেন।